টিকিট কাটতে আপত্তি , ট্রেন চালু হতেই যাত্রীদের বিক্ষোভ জলপাইগুড়িতে
নিয়ম বদলের দাবি তুলেছেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হল লোকাল ট্রেন। কিন্তু রেলের নয়া নিয়মে টিকিট কাটতে রাজি নন যাত্রীরা! প্রথম দিনে তুমুল বিক্ষোভ জলপাইগুড়ি (Jalpaiguri) স্টেশনে।
২ মাস কম একবছর! লকডাউনে জেরে প্রায় ১০ মাস পর ফের জলপাইগুড়ি-হলদিবাড়ি রুটে গড়াল ট্রেনের চাকা। সকাল থেকে স্টেশনে ভিড় করেছিলেন নিত্যযাত্রীরা। সকলেরই চোখে-মুখে বেশ খুশি খুশি ভাব। কিন্তু টিকিট কাটতে গিয়ে ঘটল বিপত্তি। যাত্রীদের দাবি, কাউন্টারে নগদ টাকা দিয়ে টিকিট কাটা যাচ্ছে না। রেলের নয়া নিয়মে লোকাল ট্রেনের ক্ষেত্রে রিজার্ভেশনের ফর্ম ফিলাপ করে অনেক বেশি দাম দিয়ে টিকিট কাটতে হচ্ছে। তাতে সময়ও বেশি লাগছে। শেষপর্যন্ত একসময়ে ধৈর্য্যের বাঁধ ভাঙে। জলপাইগুড়ি স্টেশনে মেন গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান যাত্রীরা। তাঁদের দাবি, নয়া নিয়ম বদলে অবিলম্বে ফের আগের মতো কাউন্টার থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করতে হবে। চালু করতে হবে অনলাইন ব্যবস্থাও।
আরও পড়ুন: শেষদিনে কিষাণ নিধির আবেদনপত্র জমা দিতে ভিড়, নাজেহাল কৃষি দফতর
উল্লেখ্য, করোনা আতঙ্ক এখন কমেছে অনেকটাই। রাজ্যে টিকাকরণ কর্মসূচিও চলছে জোরকদমে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরছে লোকাল ট্রেন পরিষেবা। কয়েক মাসে আগে দক্ষিণ-পূর্ব শাখায় বাঁকুড়া স্টেশনের উপর দিয়ে লোকাল চালু হয়ে গিয়েছে।