নারায়ণ সিংহ রায়: আফ্রিকার এক মাছির আতঙ্কে কাঁপছে পাহাড়। নাইরোবি ফ্লাই নামে এই মাছির কামড়ে আক্রান্ত হয়েছেন দার্জিলিং ও কার্শিয়াংয়ের বেশ কয়েকজন। সিকিমেও কমপক্ষে ১০০ ছাত্র এই মাছির কামড়ে আক্রান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লেবংয়ের এক ব্যক্তির দাবি তিনি তাঁর ঘরে নাইরোবি ফ্লাই দেখতে পেয়েছেন। দার্জিলিংয়ের হাসপাতালে এই মাছির কামড়ে আক্রান্তরা এসেছেন বলে জানিয়েছেন দার্জিলিং হাসপাতালের সুপার। সংক্রমণ রুখতে ফুলহাতা জামা, মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক।


উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড: সন্দীপ সেনগুপ্ত এই ফ্লাই নিয়ে বলেন, এই পোকার কামড়ে ক্যান্থারাইডিন বের হয় যাতে চামড়ায় সংক্রমণ হয়। চামড়ার অনেকটা জায়গায় ফোস্কা পড়ে যায়। বিষের ডোজ বেশি হলে কোনও কোনও ক্ষেত্রের কিডনি বিকলও হতে দেখা গিয়েছে। চোখে এই মাছির বিষ লাগলে অন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এখনও অবশ্য সেরকম কোনও কেস আসেনি।


কীভাবে বাঁচা যাবে এই মাছির কামড় থেকে


## এই ধরনের মাছি কামড়ালে সঙ্গে সঙ্গে চিকিত্সকের পরামর্শ নিতে হবে।


## এই পোকার হাত থেকে বাঁচতে আলোর নীচে বসা যাবে না। রাতে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। পরতে হবে ফুলহাতা জামা।


## নাইরোবি ফ্লাই গায়ে বসলে তাকে তাড়িয়ে দিতে হবে। মাছিটিকে গায়ের সঙ্গে পিষে ফেলা যাবে না।


## সূর্যাস্তের ১ ঘণ্টা আগে ঘরের জানালা দরজা বন্ধ করে দিতে হবে।


## জানালায় লাগাতে হবে মাশারির জাল।


## আলমারিতে ন্যাপথালিন রাখতে হবে।


## ঘরের ভেতরের আলো যথাসম্ভব বন্ধ রাখতে হবে।


## ঘরের বাথরুম, ভিজে এলাকায় বেগন স্প্রে করতে হবে।


আরও পড়ুন-'সবচেয়ে অপছন্দ' 'অসহ্য' ক্রিকেটার বিরাট! তকমা দিল ব্রিটিশ মিডিয়া   


আরও পড়ুন-এজবাস্টনে অশ্বিনকে খেলানোর দাবি উঠেছে বারবার! জেনে নিন দ্রাবিড়ের যুক্তি


আরও পড়ুন-Anubrata Mandal: সিবিআই 'ফলস ভাবে' ডাকছে, একুশে জুলাইয়ের সভায় যাব: অনুব্রত


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)