নিজস্ব প্রতিবেদন: দামোদরের জলের ভাসছে হুগলির বিরাট এলাকা। পাশাপাশি বিপুল ওই জলে ডুবেছে হাওড়ার একটি বড় অংশ। কোনও কোনও এলাকায় একতলা সমান জল জমে গিয়েছে। মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছে বাঁধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মাথায় গভীর আঘাতের চিহ্ন; হায়দরাবাদে রহস্যমৃত্যু ইসরোর বিজ্ঞানীর, ফ্ল্যাটেই মিলল দেহ





ডিভিসির ছাড়া জলে গত কাল থেকে বিপুল পরিমাণ জল এসে ভাসিয়ে দিয়েছে চাপাড়াঙ্গা, পুরশুড়া, শ্যামপুর, শ্রীরাম পুরের বিরাট অঞ্চল। যে হারে জল বাড়ছে তাতে আরও বড় বিপদের আশঙ্কার ওইসব এলাকার মানুষজন। জলে ঢুবে রয়েছে একাধিক বাজার। ফলে ব্যবসা বন্ধ। রাস্তাঘাট ভেসেছে। বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। অনেকে ত্রিপল টাঙিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।



আরও পড়ুন-মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিনে দূষণমুক্ত পৃথিবী গড়ার বার্তা প্রধানমন্ত্রীর


সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুরশুড়া ১ নম্বর অঞ্চল, শ্রীরামপুর, শ্যামপুর অঞ্চলের। দামোদরের জল যে হারে বাড়ছে তাতে করে আরও বড় বিপদের আশংকায় বানভাসীরা। এই অবস্থায় তারা কোন ত্রান সামগ্রী পাননি। খোলা হয়নি ত্রাণ শিবিরও। খাবার দাবার অমিল। এর মধ্যেই তারকেশ্বর থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা কর্মীরা এসে তাদের কিছু শুকনো খাবার বিতরণ করে যান। এই অবস্থায় কি ভাবে তাদের দিন কাটবে তার চিন্তায় চিন্তিত তারা।
ছবি-দিব্যেন্দু সরকার