নিজস্ব প্রতিবেদন: প্রায় ৫-৬ দিন হয়ে গেল প্রবল বৃষ্টি ও ধসে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল পাহাড়। যাতায়াতের রাস্তা ক্ষতিগ্রস্ত। নেই পানীয় জল। সমস্যা বিদ্যুত্ পরিষেবা নিয়েও। সবমিলিয়ে চরম সমস্যায় দিন কাটাচ্ছেন পাহাড়ের মানুষজন। সমস্যা মেটাতে নিজেরাই কাজে নেমে পড়লেন এলাকাবাসী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Howrah: শিবপুরে প্রকাশ্যে ধারাল অস্ত্রের কোপ, আশঙ্কাজনক হাইকোর্টের আইনজীবী


সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের নিমবস্তি, সুন্তালে, ঝান্ডি, সামাবিয়ং, মানজিং, লুনসেল, লেপচা গাও, এলাকায়। এই এলাকায় এখনও পানীয় জল পৌচ্ছাতে পারছে না প্রশাসন। ৫ দিনের আগের প্রবল বৃষ্টি এবং ধসের ফলে এলাকার জলের সমস্ত পাইপ লাইন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যার ফলে উৎস থেকে গ্রামে গ্রামে পৌঁছনো যাচ্ছে না জল।


গ্রামের মানুষের অভিযোগ প্রায় ৫-৬ দিন হয়ে গেল। কিন্তু প্রশাসন বা সরকার কোন প্রকার সাহা্য্য করছে না ক্ষতিগ্রস্ত গ্রামগুলিকে। ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষেরা একত্রিত হয়ে জলের পাইপ লাইন খুঁজে বের করছে এবং সেইসব পাইপ জয়েন্ট করে পাহাড়ি জল গ্রামে পৌছানো চেষ্টা করছে। পাশাপাশি গ্রামের মহিলারা প্রতিদিন ৬-৭ কিলোমিটার পায়ে হেটে কলসী করে জল নিয়ে আসছে বাড়িতে। 


পাশাপাশি এই ৬টি গ্রামে পৌছানোর দুটি রাস্তা রয়েছে।  একটি লাভার কাছে শেরপা গাও এবং আর একটি গরুবাথানের নিম বস্তি হয়ে। কিন্তু দুই জায়গায় ল্যান্ড স্লাইড হয়ে ভেঙ্গে গেছে রাস্তা। যার ফলে গ্রামের মানুষ চিকিৎসা বা জরুরি কাজে কালিম্পং বা গরুবাথানে যেতে পারছে। এব্যাপারে সরকারি কোন সাহায্য পাওয়া যাচ্ছে মা, দাবি গ্রামের মানুষের।


আরও পড়ুনGariahat Murder: জোড়া খুনের ৮ দিন পরেও বেপাত্তা ভিকি ও তার সঙ্গী, খোঁজে তদন্তকারীরা


এই ধসের কারনে সমস্যায় পড়েছে এই সব এলাকার পর্যটন ব্যাবসায়ীরা। কারন দুই জায়গার রাস্তা ধসে গেছে। রিসোর্ট বা হোমষ্টেগুলোতে পানীয় জল পৌছাতে পারছে না। আগে থেকে বুকিং হয়ে যাওয়া হোমষ্টেগুলোতে পর্যটক আসছে ঘুর পথে অন্য রুট দিয়ে। যার ফলে পর্যটকদের বারতি টাকা খরচ করতে হচ্ছে। সব জায়গায় এখনো বিদ্দুৎ পরিসেবা ঠিকঠাক হয় নি। সব মিলিয়ে চরম সমস্যায় পাহাড়ের মানুষ থেকে পর্যটন ব্যাবসায়ীরা।


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)