নিজস্ব প্রতিবেদন: হুগলির জনসভায় বিশুদ্ধ পানীয় জল নিয়ে বাংলার মা-বোনেদের কষ্ট তুলে ধরে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বলেন, 'বাংলার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে ১৭০০ কোটির বেশি অর্থ দিয়েছিল ভারত সরকার। অথচ খরচ হয়েছে মাত্র ৬০৯ কোটি। বাকি অর্থ আত্মসাৎ হয়ে গিয়েছে।'  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের মুখে 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগান সামনে এনেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই 'বাংলার মেয়ে' এবার মোদীর বক্তব্যে। তৃণমূলের স্লোগানের ধারকাছ দিয়েও গেলেন না। তবে পানীয় জলের প্রসঙ্গ তুলে বোঝানোর চেষ্টা করলেন, তৃণমূলের (TMC) জমানায় দুর্দশায় বাংলার মেয়েরা। এ দিন হুগলির সভায় মোদী (Narendra Modi) বলেন,'দেশের প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জলজীবন মিশনের সূচনা করেছে কেন্দ্রীয় সরকার। মা-বোনেদের আর বাইরে থেকে জল আনতে হবে না। শ্রম ও সময়ের সাশ্রয় হবে।দূষিত জলবাহিত অসুখ থেকে রেহাই পাবে শিশুরাও। এই প্রকল্প বাংলার জন্য আরও বেশি দরকারি। কারণ, এই রাজ্যের দেড় কোটির বেশি গ্রামীণ ঘরে এখনও জল পৌঁছয়নি। মাত্র ২ লক্ষ ঘরেই পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছেছে। অথচ গোটা দেশে এই কর্মসূচিতে ৩ কোটি ৬০ লক্ষ ঘর বিশুদ্ধ পানীয় জলের সংযোগ পেয়েছে। সেখানে বাংলায় মাত্র ২ লক্ষ গ্রামীণ ঘর। ভারত সরকার তদ্বির করার পর তা বেড়ে হয়েছে ৯ লক্ষ। তবে এই গতিতে কাজ চললে গরিবদের ঘরে পানীয় জল পৌঁছে দিতে কত সময় লাগতে পারে বুঝতেই পারছেন!'  


এই প্রকল্পে কেন্দ্র সরকারের দেওয়া অর্থ রাজ্য সরকার ঠিকমতো খরচ করতে পারেনি বলেও অভিযোগ মোদীর (Narendra Modi)। তাঁর কথায়,'প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য ১৭,০০ কোটির বেশি পাঠিয়েছিল ভারত সরকার। অথচ রাজ্য খরচ করেছে মাত্র ৬০৯ কোটি। বাকি ১১০০ কোটি টাকা রেখে দিয়েছে। এতে স্পষ্ট, গরিব, পশ্চিমবঙ্গের মা-বোনেদের পরোয়া করে না তৃণমূল সরকার।' এরপরই মোদীর প্রশ্ন, 'জলের জন্য অপেক্ষামান মহিলা কি বাংলার মেয়ে নয়? বাংলার মেয়েরা জল পাবে না? বাংলার মেয়েদের যারা অপদস্থ করছে, তাদের মাফ করবেন? সে জন্যেই পশ্চিমবঙ্গে দরকার আসল পরিবর্তন। 


আরও পড়ুন- দশ বছরের অপেক্ষা শেষ, দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছুটল প্রথম Metro