ওয়েব ডেস্ক : ফের আক্রান্ত পুলিস। রণক্ষেত্র ভদ্রেশ্বরের তেলিনিপাড়া ফাঁড়ি। অভিযোগ, কুখ্যাত দুষ্কৃতীকে বাড়িতে না পেয়ে পরিবারের মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছে পুলিস। এরই প্রতিবাদে তেলিনিপাড়া পুলিস ফাঁড়িতে চড়াও হল গ্রামবাসীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পুরভোটের শেষপর্বের প্রচারে একচুল জমি ছাড়তে নারাজ লকেট চ্যাটার্জি ও দিলীপ ঘোষ


ফাঁড়ির জোনাল অফিসার প্রদীপ কুমারকে মেরে মুখে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। পুলিসের গাড়ি ভাঙচুর, ফাঁড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া, বাদ রইল না কিছুই। তেলিনিপাড়ার সেগুনবাগান এলাকার কুখ্যাত দুষ্কৃতী সঞ্জয় খানকে ধরতে আজ তার বাড়ি যায় পুলিস। সঞ্জয়কে না পেয়ে পুলিস বাড়ির মহিলাদের ওপর অত্যাচার চালায় বলে অভিযোগ। পুলিসি জুলুমের প্রতিবাদে গ্রামবাসীরা চড়াও হয় তেলিনিপাড়া ফাঁড়িতে। পুলিসকে লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ।