মোবাইল ভ্যানের সামনেই আততায়ীর গুলিতে খুন কনস্টেবল
ঘটনার পর দু` জনকে ছুটে পালাতে দেখেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদন : কর্তব্যরত পুলিস কনস্টেবলের রহস্যমৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের চোপড়ায়। পুলিসের মোবাইল ভ্যানের সামনেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দেহটি।
বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ চোপড়ার কলাগছ মোড়ে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে ডিউটি করছিলেন সাব্বির আলি। গাড়ির ভিতর এক পুলিস অফিসার সহ তিনজন ছিলেন। ফোন আসায় একসময় গাড়ি থেকে নেমে যান সাব্বির আলি। এরপরই আচমকাই শব্দ পেয়ে ছুটে যান বাকিরা।
আরও পড়ুন, প্রেমিকার সঙ্গে স্বামীর ভিন্ন 'সংসার'! বাধাদান স্ত্রীর, পরিণতি মর্মান্তিক
তাঁদের চোখে পড়ে, কয়েক মিটার দূরে পড়ে রয়েছে সাব্বির আলির নিথর দেহ। রক্তে ভেসে যাচ্ছে আশপাশ। জেলার পুলিস সুপার সুমিত কুমার জানিয়েছেন, সাবির আলির ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। গুলি লেগেই মৃত্যু হয়েছে কনস্টেবল সাব্বির আলির। তবে কে বা কারা গুলি করল তা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি প্রশাসনের তরফ থেকে।
আরও পড়ুন, ফেসবুক থেকে বান্ধবীর ছবি নিয়ে 'এডিট', শারীরিক সম্পর্কের জন্য চাপ যুবকের
খুনের ঘটনায় সহকর্মীদের দিকে আঙুল তুলছে পরিবার। অন্যদিকে, স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর দু' জনকে ছুটে পালাতে দেখেছেন তাঁরা। সবদিক খতিয়ে দেখে খুনের ঘটনায় শুরু করেছে তদন্ত। মৃত কনস্টেবলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করার দাবি তুলেছে নিহত কনস্টেবলের পরিবার।