নিজস্ব প্রতিবেদন: পূর্ণবয়স্ক চিতাবাঘকে শুধু পিষে দেওয়াই নয়, দেহ ডিকিতে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা রুখে দিল পুলিস। তবে ধরা যায়নি গাড়ির চালক ও তার সঙ্গীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সাইক্লোনে বিধ্বস্ত!তবু কোভিড আক্রান্ত রাজ্যে অক্সিজেন সরবরাহ ওড়িশার


বুধবার রাত দুটো নাগাদ ওই ঘটনা ঘটে মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের সামনে। সেখানে ওই চিতাবাঘটিকে ধাক্কা মারে একটি ছোট গাড়ি। তারপর প্রমাণ লোপাটের চেষ্টায় মৃতদেহটি ডিকিতে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়ির চালক ও তার সঙ্গী। ঘটনাটি চোখে পড়ে যায় এলাকার এক ব্যক্তির। তিনিই টহলদারি পুলিসকে সেই খবর দেন।


আরও পড়ুন-ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বিলকান্দায়! মিলল ভেতরে আটক ৪ জনের পরিচয়


খবর পেয়েই ঘাতক গাড়িটিকে তাড়া করে পুলিস। শেষপর্যন্ত সেটির দেখা মেলে রাঙ্গালিবাজনা এলাকার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের টোল প্লাজার কাছে। গাড়িটির ডিকি থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু বিপদ বুঝে পুলিস আসার আগেই গাড়ি ফেলে পালায় চালক ও তার সঙ্গী।


এদিকে গাড়িটির কোনও নম্বর প্লেট ছিল না। তাই আপাতত গাড়ি মালিকের কোনও সন্ধান পাওয়া যায়নি। এনিয়ে তদন্তে নেমেছে পুলিস ও বন দফতর।