ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বিলকান্দায়! মিলল ভেতরে আটক ৪ জনের পরিচয়

দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Updated By: May 27, 2021, 02:05 PM IST
 ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বিলকান্দায়! মিলল ভেতরে আটক ৪ জনের পরিচয়

নিজস্ব প্রতিনিধি: নিউ ব্যারাকপুরের বিলকান্দায় গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১১ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেল। এখনও ভেতরে আটকে রয়েছেন ৪ জন। মিলল তাঁদের পরিচয়। তাঁরা হলেন তন্ময় ঘোষ (বয়স ৩২, কাদামারার বাসিন্দা), সুব্রত ঘোষ (বয়স ৩১, চাকদার বাসিন্দা), স্বরূপ ঘোষ (বয়স ২৩, অশোকনগরের বাসিন্দা) ও অমিত সেন (বয়স ২৫, হরিণঘাটার বাসিন্দা)। বৃহস্পতিবার সকাল থেকেই দমকলের ১৬টি ইঞ্জিন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সেখানে আনানো হয়েছে দমকলের অত্যাধুনিক রোবট ফায়ার ফাইটার। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড বিলকান্দায়! আগুন নেভাতে রোবট ফায়ার ফাইটার, ভেতরে আটকে ৪

বুধবার রাত ২.৪৫ নাগাদ আগুন লেগেছিল কারখানায়। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়়ে দ্রুত। শুধু কারখানা নয়, সেখান থেকে পাশের একটি ওষুধের বিল্ডিংয়ের আগুন ছড়িয়ে যায়। পাশের ফার্মেসি বিল্ডিংয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে মজুত ছিল প্রচুর বেবি ফুড, ডায়াপার ও স্যানিটাইজার। গেঞ্জি কারখানার মধ্যেই মজুত করা গ্যাস সিলিন্ডার পর পর ফাটতে থাকে। চারিদিকে হাওয়া ও স্যানিটাইজার মজুত হওয়ার কারণে আশঙ্কা করা হচ্ছে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন ঘটনাস্থলে।

.