ওয়েব ডেস্ক : শ্রীরামপুরের তালপুকুরে পুলিসকর্মীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। বিসর্জনের শোভাযাত্রায় বচসার জের। রাতে ক্লাব সদস্যদের বাড়ি ভাঙচুর, বন্দুক নিয়ে হুমকির অভিযোগ ওই পুলিসকর্মী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিসকর্মী অবশ্য কোনও অভিযোগই মানছেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দশমীর সন্ধেয় বিসর্জনের শোভাযাত্রা চলছিল শ্রীরামপুরের তালপুকুরে। অভিযোগ, সেখানেই ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দা, কলকাতা পুলিসের কর্মী দেবব্রত মজুমদার। তখনকার মতো গন্ডগোল মিটে যায়। অভিযোগ, রাতে সঙ্গীদের নিয়ে ফিরে আসেন দেবব্রত মজুমদার। চড়াও হন ক্লাব সদস্যদের ওপর। এলাকায় বাড়ি ভাঙচুর করে তারা। বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয় ক্লাব সদস্যদের বলেও অভিযোগ উঠেছে।


যদিও এই অভিযোগ মানছেন না অভিযুক্ত পুলিস কর্মী। তাঁর বক্তব্য এমন কোনও ঘটনা ঘটেনি সেখানে। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ক্লাব সদস্যদের পক্ষ থেকে।


আরও পড়়ুন- দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিভিন্ন এলাকা