দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিভিন্ন এলাকা

Updated By: Oct 1, 2017, 07:37 PM IST
দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিভিন্ন এলাকা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বৃষ্টিতে জল থইথই হাওড়ার বিভিন্ন রাস্তা। একাদশীতেও যেখানে মণ্ডপগুলিতে ভিড়  উপচে পড়ে, বৃষ্টিতে সেই মণ্ডপগুলি একেবারেই ফাঁকা। একই অবস্থা কলকাতায়। একাদশীর সকালে দফায় দফায় বৃষ্টি। জলমগ্ন হাওড়ার বেশকিছু এলাকা।

জল জমে যায় মধ্য হাওড়ার পঞ্চাননতলা, রামরাজাতলা, ইস্ট ওয়েস্ট বাইপাস, নেতাজি সুভাষ রোড সহ বেশকিছু এলাকা। বেশকিছু নামী পুজোমণ্ডপেও জল। যাঁরা ভেবেছিলেন উতসবের শেষ লগ্নে ঠাকুর দেখবেন, তাঁরা বেরোতেই পারলেন না। কেউবা বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় বেরিয়েও জমা জলে আটকে পড়লেন। হতাশ পুজো উদ্যোক্তারাও।

তবে পাম্প চালিয়ে দ্রুত জল নামানোর ব্যবস্থা করে হাওড়া পুর নিগম। আগামীতে যাতে এই সমস্যার পারাপাকি সমাধান করা যায়, সেবিষয়ে পরিকল্পনা নেওয়ার কথা জানানো হয়েছে পুরনিগমের তরফে। একই অবস্থা কলকাতাতেও। শহরের বেশ কয়েকটি পুজোমণ্ডপে জল জমে একাকার।

আরও পড়ুন- কাঁকসায় প্রেমিকের হাতে স্বামী খুনের ঘটনায় গ্রেফতার ৫

.