নিজস্ব প্রতিবেদন : সরষের মধ্যেই ভূত! ঝাড়গ্রামে মাওবাদী পোস্টার কান্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ৩ জনকে গ্রেফতার করল লালগড় থানার পুলিস। যাদের মধ্যে দুজনই পুলিসকর্মী বলে জানা যাচ্ছে। ধৃতদের ৩ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন স্পেশাল  হোমগার্ড আর দুজন এসপিও বা স্পেশাল পুলিস অফিসার। সম্প্রতি ঝাড়গ্রাম জেলা পুলিসের তরফে ঝাড়গ্রামে রেড অ্যালার্ট জারি করা হয়। সমস্ত জনপ্রতিনিধিদের ফোন করে সন্ধ্যার পর বেরতে মানা করা হয় বলে জানিয়েছেন ঝাড়গ্রামের জেলা সভাপতি দেবনাথ হাঁসদা। এরফলে এলাকায় আতঙ্ক ছড়ায় অনেকটাই। তারপর বিভিন্ন জায়গায় একেরপর এক মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করা হয়। 


এরপর আজ লালগড় থানার পুলিস 'নিজেদের'ই ৩ জনকে গ্রেফতার করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুব স্বাভাবিকভাবেই পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে পোস্টার কান্ডের পিছনে আসলে কে বা কারা? এখন ধৃতদের পরিবারের লোকের দাবি, এরা পুলিসকে এলাকার সমস্ত খবর দিত। তাই পুলিসের একাংশই তাদের ফাঁসিয়েছে। 


ধৃতদের নাম- 
কালি মানা (স্পেশাল হোমগার্ড) 
সনাতন মাহাত (এসপিও)
তারু পাতর (এসপিও) 


আরও পড়ুন, Maoist Poster: সিমলাপালে ফের উদ্ধার মাওবাদী পোস্টার, আতঙ্ক এলাকায়


Maiost Poster: জঙ্গলমহলে 'মাওবাদী' পোস্টার, গ্রেফতার ৫


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)