Maiost Poster: জঙ্গলমহলে 'মাওবাদী' পোস্টার, গ্রেফতার ৫

ধৃতদের সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই, দাবি পুলিসের।

Updated By: Apr 29, 2022, 04:10 PM IST
Maiost Poster: জঙ্গলমহলে 'মাওবাদী' পোস্টার, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদন: জঙ্গলমহলে ফের 'মাওবাদী' পোস্টার। নেপথ্যে কারা? ৫ জনকে গ্রেফতার করল পুলিস। ধৃতেরা মাওবাদীদের নাম করে পোস্টার লাগানোর কথা স্বীকার করেছেন বলে খবর।

পুলিস সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় মাওবাদীদের নাম করে পোস্টার লাগানো হচ্ছিল। গোয়ালতোড়ের জোগারডাঙা এলাকায় আবার গাছে বাঁধা লাল শালুতে লেখা 'মাওবাদী'! পরে যখন তল্লাশি চালানো হয়, তখন ওই শালুর মধ্যে একাধিক পোস্টার পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: স্কুলের পথে নাবালিকার হাত ধরে টানাটানি-শ্লীলতাহানি, অভিযুক্তকে গণধোলাই জনতার

মাওবাদীরা নয়, বরং স্থানীয় দুষ্কৃতীদের উপরই এই ঘটনায় দায় চাপায় পুলিস। তদন্তে নেমে এবার ৫ জনকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার পুলিস। তদন্তকারীরা জানিয়েছেন, পোস্টার লাগানোর কথা স্বীকার করলেও, ধৃতদের সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই।  এর আগে, মাওবাদী সন্দেহে বীরভূমের বোলপুর থেকে  দুই যুবককে গ্রেফতার করে বাঁকুড়ার বারিকুল থানার পুলিস। ধৃতদের কাছে ৩১ টি মাওবাদী পোস্টার পাওয়া যায় বলে পুলিস সূত্রে খবর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.