নিজস্ব প্রতিবেদন: নিছকই দুর্ঘটনা নাকি খুন? দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ স্টেশনে রেললাইন থেকে উদ্ধার হল কর্তব্যরত RPF কর্মীর দেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মৃতের নাম মলয় দাস। বাড়ি, উত্তরপাড়ায়। বুধবার রাতে ঘুটিয়ারি শরিফ স্টেশনে ডিউটি করছিলেন তিনি। তখন গভীর রাত। ডাইন ক্যানিং লাইনে ওই RPF কর্মীর দ্বিখণ্ডিত দেহ পড়তে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিস। কীভাবে মৃত্যু? তা স্পষ্ট নয়। মৃতের পরিবারের তরফে থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা দিয়েছে। 


আরও পড়ুন: মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় দুর্ঘটনা, মৃত্যু ২ কিশোরের


এদিকে বারুইপুরে আবার খাল থেকে যুবকের দেহ উদ্ধার করল পুলিস। মৃতের পরিচয় জানা যায়নি এখনও। এদিন সকালে কৃষ্ণমোহন স্টেশনের কাছে কালভার্টের নিচে খালে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।


আরও পড়ুন: জমিতে আল দেওয়া নিয়ে বচসা, মালদহে গুলিবিদ্ধ ১


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)