মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় দুর্ঘটনা, মৃত্যু ২ কিশোরের
ছিনতাইকারীদের ছবি ও সিসিটিভির ফুটেজ দেখে ওই ৩ জনকে সনাক্ত করেছেন ওই মহিলা
নিজস্ব প্রতিবেদন: টাকা ছিনতাই করে পালানোই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু শেষরক্ষা হল না।
বুধবার রাত আটটা নাগাদ খড়গপুর লোকাল থানার রামনগরে ইন্দা নিবাসী এক মহিলা এটিএম থেকে টাকা তুলতে ঢোকেন। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাদেরই টার্গেট করে স্কুটি আরোহী কিশোর ভোলা খান, শাহনাওয়াজ খান ও অন্য এক যুবক।
আরও পড়ুন-দুই পদে থেকে আর্থিক মুনাফা নেওয়ার অভিযোগ, অশোক দেবের বিধায়ক পদ খারিজের দাবি
ওই মহিলা এটিএম থেকে বের হওয়ার পর তার টাকা কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখনই ওই মহিলার সঙ্গে তাদের ধস্তধস্তি হয়। কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে যায়।
এদিকে ছিনতাই করে মেদিনীপুরের দিকে যাওয়ার পথে জাতীয় সড়কের সাতকুই এলাকায় তাদের স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ কিশোরের। অন্যদিকে যুবকটি গুরুতর আহত হয়। তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
আরও পড়ুন-'NHRC-র রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত', হাইকোর্টে সওয়াল সিংভির
বৃহস্পতিবার সকালে ওই যুবকের মৃত্যু হয়। ছিনতাইকারীদের ছবি ও সিসিটিভির ফুটেজ দেখে ওই ৩ জনকে সনাক্ত করেছেন ওই মহিলা।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)