জমিতে আল দেওয়া নিয়ে বচসা, মালদহে গুলিবিদ্ধ ১

অভিযুক্ত পলাতক।

Updated By: Jul 22, 2021, 03:24 PM IST
জমিতে আল দেওয়া নিয়ে বচসা, মালদহে গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদন: চাষের জমিতে আল বা পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বচসা। গুলি চালানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। ঘটনাটি ঘটে মালদহের রতুয়ায়।

স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম শেখ হেনা। তাঁকে লক্ষ্য যিনি গুলি চালিয়েছেন বলে অভিযোগ, তাঁর নাম শেখ নাজির। দু'জনেরই বাড়ি রতুয়ার সাহাপুর গ্রামে। 

আরও পড়ুন: 21 July-এর রাতে বিরাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ

কেন এমনটা ঘটনা ঘটল? শেখ হেনার দাবি, তাঁর জমির পাশেই নাজিরের জমি। জমিতে আল বা পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে আগেও তাঁদের মধ্যে বচসা হয়েছে। বুধবার রাত যখন ফের বচসা শুরু হয়, তখন আচমকাই শেখ হেনাকে লক্ষ্য শেখ নাজির গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন  আক্রান্ত ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্রেফ আল দেওয়া নিয়ে বচসার কারণেই কি গুলি চলল? তদন্তে নেমেছে পুলিস। অভিযুক্ত শেখ নাজির পলাতক।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

E

.