দেবব্রত ঘোষ: সাঁতার শিখতে নেমে সুইমিং পুলে (Swimming Pool) জলে ডুবে মৃত্যু ৯ বছরের শিশুর (Death)। হাওড়ার (Howrah) এই ঘটনায় কড়া পদক্ষেপ করল প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল হাওড়া স্বামীজি সংঘের সুইমিং পুল। পুলিসের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকেও প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ১৫ দিন বন্ধ থাকবে প্রশিক্ষণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার হাওড়া স্বামীজি সংঘের সুইমিং পুলে সাঁতার শিখতে নেমে মৃত্যু হয় বিদীপ্ত ঘোষ নামে ৯ বছরের এক শিশুর। কিছুদিন আগেই রবীন্দ্র সরোবর লেকে রোয়িং অনুশীলন করতে গিয়ে কালবৈশাখীর মধ্যে পড়ে মৃত্যু হয় ২ ছাত্রের। তারপরই শুক্রবার বিকেলে আবার  হাওড়ার স্বামীজি সংঘের সুইমিং ক্লাবে সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৯ বছরের বিদীপ্তর। 


সাঁতার শিখতে এসেছিল বিদীপ্ত। সঙ্গে এসেছিলেন তার মাও। প্রশিক্ষকের তত্ত্বাবধানে অন্যান্য আরও শিশুদের সঙ্গে সাঁতার কাটছিল বিদীপ্তও। হঠাত্ই সে অতিরিক্ত জল খেয়ে ফেলে। প্রশিক্ষক বিদীপ্তকে লক্ষ্য করার আগেই সে প্রায় অচৈতন্য হয়ে পড়ে। নজরে পড়তেই তাকে জল থেকে তুলে দ্রুত নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। 


সেখানে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চ্যাটার্জি হাট থানার পুলিস। কীভাবে, কার গাফিলতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।


আরও পড়ুন, Bankura Snake Bite: সাপে কামড়, 'সুস্থ' করতে ওঝার ঝাড়ফুঁক, মর্মান্তিক পরিণতি ৪ বছরের শিশুর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)