নিজস্ব প্রতিবেদন: 'ত্রিকোণ প্রেমে'র প্রতিবাদ করেছিল সে। খোদ থানার সাব ইনস্পেক্টরের ছেলেকেই এবার বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ধর্ষণের হুমকি দেওয়া হল মা ও বোন-কে! রেহাই পেলেন না পুলিস আধিকারিক নিজেও! সুবিচার না পেলে পাল্টা আত্মহত্যার হুমকি দিলেন পরিবারের সকলেই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ বারুইপুর মহকুমা হাসপাতালে চত্বরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানায় সাব ইনস্পেক্টরের পদে কর্মরত ওই পুলিস আধিকারিক। তাঁর একমাত্র ছেলের বয়স আঠেরো পেরোয়নি এখনও। এক কিশোরীর প্রেমে পড়েছে সে। দু'জনের সম্পর্কে তেমন কোনও সমস্যা ছিল না। তাহলে? অভিযোগ, ওই কিশোরী নাকি আবার অন্য যুবকের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই 'ত্রিকোণ প্রেম' গোপন থাকেনি। সবটা জেনে যায় সাব ইন্সপেক্টরের ছেলে। স্রেফ বিরোধিতা করাই নয়, একইসঙ্গে দু'জনের সঙ্গে সম্পর্ক রাখার প্রতিবাদ করে ওই কিশোর। এরপরই শুরু হয় অশান্তি। 


আরও পড়ুন: Children Death: মালদহ মেডিক্যালে আরও ২ শিশুর মৃত্যু, এখনও চিকিৎসাধীন ১৭৮


কেন? নাবালকের দাবি, দু'জনের সঙ্গেই সম্পর্ক সিদ্ধান্ত নিয়েছিল তার প্রেমিকা। এমনকী, প্রেমের বাধা পেয়ে নতুন প্রেমিককে সবটা জানিয়েও দেয় সে। এরপর পুলিসকর্মীর সঙ্গে দেখা করতে একেবারেই সদলবদলে হাজির হয় ওই যুবক। প্রথমে বচসা শুরু হয় দু'জনের। শেষপর্যন্ত ওই কিশোরীর নতুন প্রেমিক, পুলিসকর্মীর ছেলেকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় 'আক্রান্ত'-কে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানেও সদলবলে চলে আসে কিশোরীর নতুন প্রেমিক। এবার খোদ ক্যানিং থানার  সাব ইন্সপেক্টরের  সঙ্গেই বচসা শুরু হয় তার। ওই পুলিসকর্মীকেও বটেই, হাসপাতালে সিভিক ভলান্টিয়ারদের সামনে তাঁর স্ত্রী ও মেয়ে-কেও মারধর ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)