Children Death: মালদহ মেডিক্যালে আরও ২ শিশুর মৃত্যু, এখনও চিকিৎসাধীন ১৭৮

জ্বর, শ্বাসকষ্ট এবং শুকনো কাশির সমস্যা নিয়ে তারা ভর্তি হয়েছিল।

Updated By: Sep 17, 2021, 11:44 AM IST
 Children Death: মালদহ মেডিক্যালে আরও ২ শিশুর মৃত্যু, এখনও চিকিৎসাধীন ১৭৮

নিজস্ব প্রতিবেদন: বুধ এবং বৃহস্পতিবারের পর শুক্রবার। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু। জ্বর, শ্বাসকষ্ট এবং শুকনো কাশির সমস্যা নিয়ে তারা ভর্তি হয়েছিল। মৃতদের মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। অন্যজন মালদহের ভুতনি এলাকার। 

আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসার তেমন সুযোগ মেলেনি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এই নিয়ে গত তিন দিনে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫ শিশুর মৃত্যু হল। এই মুহূর্তে ওই হাসপাতালে আরও ১৭৮ জন শিশু সর্দি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন। 

আরও পড়ুন: Weather Today: বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে চড়ল পারদ, উত্তরে প্রবল বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন: CPI(M)-TMC: 'তৃণমূল থাকলেও গায়ে ফোসকা পড়বে না', Biman-এর মন্তব্যে জল্পনা তুঙ্গে

বুধবার রাতে দু'জন এবং বৃহস্পতিবার সকালে একজন শিশু মারা গিয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃত তিন শিশুই সদ্যজাত ছিল। কারও বয়স ৭ বছর, কারও বয়স ৫ বছর। তাদের শুকনো কাশি ও শ্বাসকষ্টও ছিল। শিশুদের এই জ্বরের চিকিৎসা করতে ইতিমধ্যে তৎপর হয়েছে মালদহ মেডিক্য়াল কলেজ কতৃপক্ষ। শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের সঙ্গেও কথা বলা হচ্ছে।  

.