বৈঠকই সার! ফের অনিশ্চয়তার মুখে শান্তিনিকেতনের পৌষমেলা
ফের অনিশ্চয়তার মুখে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। বোলপুর ব্যবসায়ী সমিতির সঙ্গে দীর্ঘ দু ঘন্টা বৈঠক করেও মেলা নিয়ে কোনও সমাধান সূত্র বের হয়নি।
নিজস্ব প্রতিবেদন: ফের অনিশ্চয়তার মুখে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। বোলপুর ব্যবসায়ী সমিতির সঙ্গে দীর্ঘ দু ঘন্টা বৈঠক করেও মেলা নিয়ে কোনও সমাধান সূত্র বের হয়নি।
২৪ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু হওয়ার কথা। আর মাত্র কয়েক দিন বাকী। কিন্তু, এখনও পর্যন্ত মেলা হবে কিনা তাই বিঁশবাও জলে। এবার অনলাইনে পৌষমেলার প্লট বুকিং চলছে, যে আগে বুক করবে সে আগে প্লট পাবে, এমনটাই নিয়ম করা হয়েছিল। কিন্তু এই নিয়মের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বোলপুর ব্যবসায়ী সমিতি বিক্ষোভ শুরু করে। ব্যবসায়ী সমিতির বিক্ষোভের জেরে তাদের সঙ্গে বৈঠকে বসতে রাজী হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুন- কংগ্রেস, সিপিএম, তৃণমূল সব দেখলাম! হরিনামের সঙ্গে 'হর হর মোদী' মতুয়াপাড়ায়
টানা দু ঘন্টা ধরে বৈঠক হলেও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। অর্থাত্ ফের অনিশ্চয়তার মুখে পৌষমেলা। আর মাত্র কয়েক দিন বাকী মেলার, এখনও পর্যন্ত একটিও স্টল মেলায় আসতে দেখা যায়নি।