নিজস্ব প্রতিবেদন: ক্লাসে ঢোকা মাত্রই ছাত্রছাত্রীদের নজরে পড়েছিল। কিন্তু বিষয়টা যে এত গভীর তা ভাবেননি কেউ। পড়ানোর মাঝেই অধ্যাপক যখন টেবিলে ঢলে পড়লেন, তখনই টনক নড়ে সকলের। কিন্তু ততক্ষণে সব শেষ। ক্লাসে পড়ানোর মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অধ্যাপকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: প্ল্যান বাংলা! 'ঐতিহাসিক' সিদ্ধান্ত মোদী-শাহ’র


পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দিলীপ রায় অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালেও কলেজে যান। ছাত্রছাত্রীদের বক্তব্য, অন্যান্য দিন ‘স্যার’যথেষ্টই চনমনে থাকেন। কিন্তু এদিন ক্লাসে ঢোকার পর থেকেই তাঁকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। ঠিকভাবে পড়ানোতে মনও দিতে পারছিলেন না বলে ছাত্রছাত্রীদের দাবি। আচমকাই ক্লাস চলাকালীনই টেবিলের ওপর লুটিয়ে পড়েন দিলীপবাবু। প্রথমে ছাত্রছাত্রীরাই তাঁর চোখেমুখে জল দেয়। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই দিলীপবাবুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।