`আমাদের দেখুন, নইলে আত্মহত্যা করতে হবে,` প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মুখ্যমন্ত্রীর সভায়
তবে তার সঙ্গে তাঁরা এটাও বলেন যে, `আমরা আপনার পাশেই আছি। সাথেই আছি। দয়া করে আমাদের বিষয়টা দেখুন।`
নিজস্ব প্রতিবেদন : নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা। সেই সভা থেকে কী বার্তা দেন, তৃণমূল নেত্রী? সেদিকে নজর ছিল সবারই। তৃণমূল সুপ্রিমোও তেখালি মাঠের সভা থেকেই সবাইকে চমকে দিয়ে ঘোষণা করেন যে আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম (Nandigram) আসন থেকে তিনি নিজেই প্রার্থী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্য-রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জোর তরজা। এদিকে একেবারে শেষলগ্নে এসে খানিক তাল কাটল মুখ্যমন্ত্রীর সভার।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যের একেবারে প্রায় শেষলগ্নে হঠাত্ই সভাস্থলে বিক্ষোভ দেখান একদল মহিলা। সভাস্থলের সামনের সারিতে বসা ছিলেন ওই মহিলারা। তাঁরা আচমকাই বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে উঠে দাঁড়ান। চিত্কার করে বলতে থাকেন, "দিদি আমাদের বিষয়টা দেখুন।" উল্লেখ্য, বিশেষভাবে সক্ষমদের স্কুলে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি জানান তাঁরা। প্রসঙ্গত, বিশেষভাবে সক্ষমদের স্কুলে পড়ানোর জন্য একটি আলাদা ট্রেনিং হয়। এখন যাঁরা সেই ট্রেনিং নিয়েছেন, তাঁদের বক্তব্য, ২০০৯-এর পর আর কোনও নিয়োগ হয়নি। তাঁরা ট্রেনিং নিয়ে বসে আছেন। চাকরি নেই। এদিকে প্রত্যেক স্কুলে অন্তত ২ জন করে শিক্ষক নিয়োগ হওয়ার কথা। এর পাশাপাশি, বকেয়া ভাতার দাবিতে এদিন বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরাও।
আরও পড়ুন, 'একুশে নন্দীগ্রাম থেকে আমি-ই দাঁড়াব, নিরাশ করব না ভবানীপুরকেও'
বিক্ষোভ শুরু হতেই পুলিস ছুটে যায়। বিক্ষোভকারীদের সামাল দেওয়ার চেষ্টা করে। তাঁদের বসিয়ে দেওয়ার চেষ্টা করে। তবু তাঁরা চিত্কার করে তাঁদের দাবি জানাতে থাকেন। তাঁরা বলতে থাকেন, "দিদি, দয়া করে আমাদের বিষয়টা দেখুন। নইলে আমাদের আত্মহত্যা করতে হবে।" তবে তার সঙ্গে তাঁরা এটাও বলেন যে, "আমরা আপনার পাশেই আছি। সাথেই আছি। দয়া করে আমাদের বিষয়টা দেখুন।" যদিও, সভামঞ্চ থেকে নেত্রী এব্যাপারে কিছু বলেননি। উল্লেখ্য, এর আগে বনগাঁ, মেদিনীপুরের সভাতেও এরকম প্ল্যাকার্ড হাতে মহিলাদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছিল। তখন অবশ্য বিরক্তিপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও আজকে তিনি কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন, ভবানীপুরে পাল্টা চমক দেবে BJP: Samik, এটা Mamata-র হার স্বীকার : Sujan