`অজানা` পায়ের ছাপে আতঙ্ক হলদিবাড়িতে!
এলাকায় ফের `অজানা` পায়ের ছাপ। আর সেই ছাপ দেখেই এবার আতঙ্ক ছড়িয়েছে হলদিবাড়ির বেলতলিতে। ওই `অজানা` ছাপ চিতাবাঘেরই পায়ের ছাপ বলে দাবি স্থানীয়দের।
নিজস্ব প্রতিবেদন : এলাকায় ফের 'অজানা' পায়ের ছাপ। আর সেই ছাপ দেখেই এবার আতঙ্ক ছড়িয়েছে হলদিবাড়ির বেলতলিতে। ওই 'অজানা' ছাপ চিতাবাঘেরই পায়ের ছাপ বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিসকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছেছেন বনদফতরের কর্মীরা। হলদিবাড়ি থানার আই সি প্রবীণ প্রধান 'পাগমার্ক' মেলার কথা নিশ্চিত করেছেন। তবে ওই অজানা পায়ের ছাপ চিতাবাঘেরই কিনা, বন দফতর তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সকালেই বেলতলিতে তিস্তার চরে একটি চিতাবাঘকে দেখতে পাওয়া গেছে বলে দাবি করেছেন এক স্থানীয় বাসিন্দা।
আরও পড়ুন, মাওবাদী জেলার জন্য মাত্র ১ কোটি? নেবে না নবান্ন
এদিকে মঙ্গলবারই হলদিবাড়ির পারমেখলিগঞ্জে দুই যুবকের ঘাড়ের উপর লাফিয়ে পড়েছিল চিতাবাঘ। বনদফতরের কর্মীরা চিতাবাঘ জঙ্গলে ফিরে গেছে বলে দাবি করলেও, সন্দেহ কাটেনি গ্রামবাসীদের। এরপর চিতাবাঘের খোঁজে নিজেরাই তল্লাশি শুরু করেন গ্রামবাসীরা। তখনই স্থানীয় দুই যুবক ঝোপের মধ্যে উঁকি মারতেই, তাঁদের ঘাড়ে লাফিয়ে পড়ে চিতাবাঘটি।