নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ একটু কমতেই দিঘা ও শঙ্করপুরে ভিড় জমাতে শুরু করেছিলেন পর্যটকরা। এদের অনেকেই সামাজিক দূরত্ব মানছেন না, মুখে নেই মাস্ক। পরিস্থিতি বিচার করে কড়া ব্যবস্থা নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মুকুলকে PAC চেয়ারম্যান করার প্রতিবাদ, এবার ছক কষে ময়দানে BJP, তৈরি রণকৌশল


জেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দিঘা, মন্দারমনির মতো পর্যটনস্থলে আসতে গেলে লাগবে ভ্যাকসিনের ডবল ডোজের সার্টিফিকেট কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট। বিষয়টি আজ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে দিঘা, মন্দারমনি, শঙ্করপুরের হোটেলগুলিতে। নির্দেশিকা অমান্য করলে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


আরও পড়ুন-গ্রেফতারির আগেই পলাতক আরও এক JMB জঙ্গি, Exclusive ছবি Zee ২৪ ঘণ্টায়


এনিয়ে কাঁথি মহকুমা শাসক আদিত্য কুমার হিরানি জানিয়েছেন, ভ্যাকসিনেশনের নথি থাকলেও মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। বহু পর্যটক করোনা বিধি মানছেন না তাই এই ব্যবস্থা নেওয়া হল।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)