মুকুলকে PAC চেয়ারম্যান করার প্রতিবাদ, এবার ছক কষে ময়দানে BJP, তৈরি রণকৌশল
সম্ভবত আগামিকাল থেকেই শুরু হবে বিজেপির Action।
নিজস্ব প্রতিবেদন: তাঁদের প্রস্তাবিত বিধায়কদের মধ্যে থেকে কাউকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির(PAC) চেয়ারম্যান নাও করা হতে পারে৷ শুরু থেকেই এই আশঙ্কা ছিল বিজেপির৷ বিধানসভা অধিবেশনের শেষ দিনে তাঁদের আশঙ্কাই সত্যি হয়৷ মুকুল রায়কে PAC চেয়ারম্যান নির্বাচিত করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এরপর থেকেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে, এবার কী করবে বিজেপি? গেরুয়া শিবিরের পরবর্তী পদক্ষেপ কী হবে?
সূত্রের খবর, ইতিমধ্যে সেই রণকৌশলও সাজিয়ে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর নেতৃত্বে আগামিকাল থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কার্যত ছক কষে মাঠে নামতে চলেছেন বিজেপি বিধায়করা৷ কী তাঁদের পরিকল্পনা? বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে প্রথমে বিধানসভায় নিজের ঘরে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ সেখানে বিরোধী দলনেতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ রণকৌশল রচনার পর, বিধানসভার বাকি ৯টি কমিটির চেয়্যারম্যান পদ থেকে ইস্তফা দেবেন বিজেপি বিধায়করা৷ মুকুল রায়কে যেভাবে PAC চেয়্যারম্যান করা হয়েছে, তার প্রতিবাদেই সম্ভবত এই গণ ইস্তফা দেবেন তাঁরা৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেবেন বিভিন্ন কমিটির চেয়্যারম্যানরা৷
আরও পড়ুন: জঙ্গিনেতা নাহিদের কথায় ফের সক্রিয় JMB স্লিপার সেল, বাংলাদেশের জেলে বসেই নাশকতার ছক!
আরও পড়ুন: Howrah: গভীর রাতে তুলোর গুদামে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এখানেই শেষ নয়, সম্ভবত এরপরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনেও যাবেন বিজেপি বিধায়করা৷ সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরব হবেন তাঁরা৷ অধ্যক্ষ বিরোধীদের অধিকার খর্ব করছেন বলেও অভিযোগ জানাবেন৷