ওয়েব ডেস্ক: ব্যাঙ্কে ঢুকে কর্মীদের ওপরে প্রবল চোটপাট করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার কোচবিহারের ঘুঘুমারি এলাকায় রাস্তা দিয়ে ‌যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেখানেই তাঁর নজরে পড়ে ‌যায় একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের শাখার বাইরে গ্রাহকদের লম্বা লাইন। দাঁড়িয়ে থাকা লোকজনদের জিজ্ঞাসা করে জানতে পারেন ব্যাঙ্কে লিঙ্ক নেই। গত দু'‍দিন ধরে চলছে একই পরিস্থিতি। এই শুনেই ক্ষেপে ওঠেন রবীন্দ্রনাথবাবু।


গ্রাহকদের কাছ থেকে অভি‌যোগ পেয়েই রবীন্দ্রনাথবাবু ব্যাঙ্কে ঢুকে পড়েন। সেখানে তিনি এক ব্যাঙ্ক কর্মীর সঙ্গে প্রবল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ব্যাঙ্ক কর্মীকে বলতে থাকেন, 'লিঙ্ক ঠিক করায় দায়িত্ব আপনার। আপনাদের জন্য বাইরে এত লোককে হয়রানি হতে হচ্ছে। সব বের করে দেব। কর্মীদের শারীরিক হেনস্থারও হুমকি দেন। মন্ত্রীর মেজাজ দেখে স্তম্ভিত হয়ে ‌যান ব্যাঙ্ক কর্মীরা।'‍


দেখুন রবীন্দ্রনাথের মেজাজ-



আরও পড়ুন-ফের পাহাড়ে জ্বলল আগুন, মোর্চার বিক্ষোভে অশান্ত কালিম্পং