Rail News: বুধবার থেকে ৩ দিন বাতিল উত্তর-পূর্ব ভারতের একাধিক ট্রেন
এন এফ রেলওয়ের জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান , `রাঙ্গাপানি-নিউ জলপাইগুড়ি-আমবাড়ি ফালাকাটা সেকশনে স্টেশন ইয়ার্ড রিমডেলিং এবং অটোমেটিক সিগন্যালিংয়ের কাজ হচ্ছে। যার কারনে ৩ দিন কুড়িটি ট্রেন বাতিল করতে হয়েছে
নারায়ণ সিংহ রায়: সিগন্যালের উন্নতিসাধন-সহ একাধিক প্রযুক্তিগত কারণে আগামিকাল থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বাতিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের একাধিক ট্রেন। আগামী ৩ দিনের জন্য বাতিল ২০টি ট্রেন। পদাতিক এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গন্তব্য হবে নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে হবে শিলিগুড়ি জংশন স্টেশন।
আরও পড়ুন-অঞ্জলি নেশা করেছিলেন, দাবি হোটেলের! প্রশ্ন, তাতে কি অপরাধ লঘু হয়ে গেল?
সাময়িকভাবে বেশ কিছু ট্রেন বাতিল করা হলেও নিউ জলপাইগুড়ি স্টেশনে দূরপাল্লার ট্রেন বলতে শুরুমাত্র রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস এবং দার্জিলিং মেইলের পরিষেবা অব্যহত থাকছে৷
রাঙ্গাপানি, নিউ জলপাইগুড়ি এবং আমবাড়ি ফালাকাটা স্টেশনের মধ্যে স্টেশন ইয়ার্ডের রিমডেলিং এবং সিগন্যাল প্রযুক্তির উন্নতিকরণের জন্যই মূলত উত্তর-পূর্ব ভারতের একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। পদাতিক এক্সপ্রেস সহ কামাক্ষা, কাঞ্চনজঙ্ঘা, কামরূপ , সরাইঘাট এক্সপ্রেসের মত ট্রেনগুলির ক্ষেত্রে বদলে ফেলা হয়েছে গন্তব্যস্থল। নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে ট্রেনগুলো শিলিগুড়ি জংশন স্টেশনে নিয়ে যাওয়া হবে৷ আলুয়াবাড়ি রোড থেকে বাগডোগরা হয়ে জংশনে থামবে। তবে সময়সীমা একই থাকবে। এই তালিকায় ১৪ টি ট্রেন রয়েছে যেগুলো এনজেপি স্টেশনের বদলে জংশন স্টেশন থেকে ছাড়বে।
অন্যদিকে তিন দিনের জন্য পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে ২০ টি ট্রেন। এর মধ্যে প্যাসেঞ্জার ট্রেন রয়েছে চারটি। এগুলি হল বঙাইগাঁও এক্সপ্রেস , মালদা টাউন, হলদিবাড়ি এক্সপ্রেস, কলকাতা এক্সপ্রেস, আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস সহ কাটিহার ইন্টারসিটি, হলদিবাড়ি প্যাসেঞ্জার , জলপাইগুড়ি প্যাসেঞ্জার সহ একাধিক প্যাসেঞ্জার ট্রেন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৬ টি ট্রেন। তাদের মধ্যে উল্লেখ্য চেন্নাই সেন্ট্রাল , অমৃতসর কর্মভূমি এক্সপ্রেস-সহ রাজেন্দ্র নগর এক্সপ্রেসের মত ট্রেন।
এন এফ রেলওয়ের জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান , "রাঙ্গাপানি-নিউ জলপাইগুড়ি-আমবাড়ি ফালাকাটা সেকশনে স্টেশন ইয়ার্ড রিমডেলিং এবং অটোমেটিক সিগন্যালিংয়ের কাজ হচ্ছে। যার কারনে ৩ দিন কুড়িটি ট্রেন বাতিল করতে হয়েছে। ১৪ টি ট্রেনকে এনজেপি স্টেশনের বদলে জংশন স্টেশন থেকে অপারেট করা হবে৷ তবে রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারত এবং দার্জিলিং মেইল এনজেপি স্টেশন থেকে নিজেদের সময় অনুযায়ীই চলবে। শুধুমাত্র একটি ট্রেনের সময় কিছুটা পরিবর্তন হয়েছে৷ তিস্তা তোর্সা এক্সপ্রেস দুপুর ১২ টা ১০ নাগাদ এনজেপি থেকে ছাড়ে। সেটি ৪ টা ১০-এ ছাড়বে।"