Rampurhat Arson: `২৬টি রাজনৈতিক খুন, ভেঙে পড়েছে আইনকানুন`, রাজ্যে ৩৫৫ ধারা লাগুর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি Adhir Chowdhury-র
এদিন রামপুরহাট কাণ্ডের (Rampurhat Arson) নিন্দায় সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি স্পষ্ট বলেন, `জঘন্য অপরাধ! রাজ্যেকে বলব অপরাধীদের যেন ক্ষমা না করা হয়।`
নিজস্ব প্রতিবেদন : রাজ্যে ৩৫৫ ধারা (Article 355) লাগু করার দাবি জানিয়ে এবার সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি (Letter to President) দিলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মঙ্গলবারই পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা জারির দাবিতে সরব হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জানিয়েছিলেন যে, রামপুরহাটকাণ্ডের (Rampurhat Arson) প্রতিবাদে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। রাজ্যে ৩৫৫ ধারা জারি করার আর্জি জানাবেন তিনি। এরপরই এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিলেন অধীর চৌধুরী। চিঠিতে তিনি রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন যে, "রাজ্যে আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। শুধু গত মাসেই রাজ্যে ২৬টি রাজনৈতিক খুন হয়েছে। নির্বাচনী অশান্তি ও ভোট পরবর্তী অশান্তি বহু প্রাণ কেড়েছে।"
প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অধীর চৌধুরী হুঁশিয়ারি দেন, "সাপুড়ের মৃত্যু হয় সাপের কামড়েই। যে বিষধর সাপ নিয়ে খেলেছেন, সেই বিষধর সাপের কামড়েই তৃণমূল ধ্বংস হবে।" পাশাপাশি আরও বলেছিলেন, "সিট বাংলায় তৃণমূলের সন্ত্রাসকে স্তম্ভ করে দেওয়া একটি সংস্থার নাম। পশ্চিমবঙ্গ খুনিদের রাজ্যে পরিণত হচ্ছে। মুখ্যমন্ত্রী আর কতজনের রক্ত নেবেন?" সঙ্গে যোগ করেন, "পশ্চিমবঙ্গে যা ভয়ঙ্কর পরিস্থিতি, তাতে আমার মনে হয়, সরকারের বিরুদ্ধে ৩৫৫ ধারা জারি করার সময়ে এসেছে গিয়েছে। রাষ্ট্রপতির কাছে অবশ্যই দাবি জানাব।" এরপরই আজকের চিঠি।
উল্লেখ্য়, রামপুরহাটের বগটুই গ্রামে 'গণহত্যা' নিয়ে মঙ্গলবারই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এদিন রামপুরহাট কাণ্ডের নিন্দায় সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি স্পষ্ট বলেন, "জঘন্য অপরাধ! রাজ্যেকে বলব অপরাধীদের যেন ক্ষমা না করা হয়।" রামপুরহাট কাণ্ডে আগামিকালের মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্টও।