নিজস্ব প্রতিবেদন:  ৩৫ লক্ষের গাড়ি কিনে বিতর্কে রামপুরহাটের চেয়ারম্যান।  তাঁর বিরুদ্ধে পৌরসভার টাকা আত্মসাত্ করে গাড়ি কেনার অভিযোগ উঠেছে।  তাতে বিন্দুমাত্র অনুতপ্ত নন চেয়ারম্যান, বরং উল্টে তাঁর যুক্তি, “মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার চাপেন, আমি গাড়ি চাপি।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৫ লক্ষ টাকার গাড়ি কিনে  বিতর্কে রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী তেওয়ারি।   সম্প্রতি রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান ৩৫ লক্ষ টাকার একটি গাড়ি কিনেছেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।  বিরোধীদের অভিযোগ,  পৌরসভার টাকা নয়ছয় করেই গাড়ি কিনেছেন চেয়ারম্যান।


আরও পড়ুন, 'মিসিং' লাল ডায়েরি, পেনড্রাইভ কোথায়? কী বললেন দেবযানী?


রামপুরহাট পৌরসভার বিজেপি ও সিপিএম কাউন্সিলর প্রতিবাদ করেছেন।  সূত্রের খবর,  ক্ষোভ  জমেছে দলের অন্দরেও।


আরও পড়ুন, মডেল সোনিকা চৌহান মৃত্যু মামলায় রেহাই পেলেন না অভিনেতা বিক্রম চ্যাটার্জি


চেয়ারম্যান নিজেই বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ও  সময় কমাতে হেলিকাপ্টারে চাপেন। তাই আমিও  নিজের সময় কমাতে ও  আরামের জন্য গাড়ি কিনেছি।”  যদিও,  এই বিষয়ে কনো কথা বলতে রাজি নন তৃনমূল কাউন্সিলররা।