নিজস্ব প্রতিবেদন: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সরিষায়। সরকারি বাসের ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয় আশিক শেখ নামে এক নামে এক কিশোরের। এর পরই চলে বাস ভাঙচুর। ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জনতা। ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল নেতা এলে অল্পের জন্য বাঁচেন গণধোলাই থেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়দের অভিযোগ, একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি করছিল সরকারি বাসটি। সেই সময় সাইকেল চালিয়ে বাড়ি থেকে সরিষার দিকে যাচ্ছিল আশিক। স্থানীয় চেওড়া গ্রামের বাসিন্দা সে। সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে আশিক। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


এর পরই বাসটি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে পুলিস ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষোভ বাড়ে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অরুময় গায়েন। তাঁকেও মারধর করেন স্থানীয়রা। কোনওক্রমে এলাকা ছাড়েন তিনি। 


পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী। এর পর লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠান পুলিসকর্মীরা। 


দাঁড়িভিটকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে পথ অবরোধ SFI ও ABVP-র


স্থানীয়দের অভিযোগ, এই মাসে একই জায়গায় এই নিয়ে পথ দুর্ঘটনায় দ্বিতীয় মৃত্যু হল। অথচ যান নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা করেনি পুলিস।  


প্রায় ২ ঘণ্টা পর শুরু হয় যানচলাচল। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিস। অন্য বাসটি পলাতক।