হুগলিতে সোনার দোকানে ডাকাতি, পরপর ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম ব্যবসায়ী
ঘটনায় হুগলির হরিপালের পাটরা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।
নিজস্ব প্রতিবেদন: সোনার দোকানে ডাকাতি। বাধা দিতে গেলে স্বর্ণ ব্যবসায়ীকে পরপর ধারাল অস্ত্রের কোপ মারে ডাকাতদল, ছোঁড়া হয় গুলিও। পালানোর সময় ব্যাপক বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় হুগলির হরিপালের পাটরা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় হরিপালের পাটরা গ্রামের বাজারে বিমল সাঁতরার সোনার দোকানে চলছিল বেচা কেনা। সেইসময় জনা ছয়েক দুষ্কৃতী ভেতরে ঢুকে ক্রেতাদের ভয় দেখিয়ে বের করে দেয়। তারপর সিন্দুক থেকে গয়না হাতানোর সময় বাধা দেন দোকান মালিক। তখনই ধারাল অস্ত্র নিয়ে বিমল সাঁতরার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা।
ঘটনার সময় বাজারে খুব বেশি লোকজন ছিলেন না। দোকান থেকে বেরিয়ে, পরপর বোমা ছুঁড়তে থাকায়, যেকজন ছিলেন, তাঁরাও পালিয়ে যান। গুলিবিদ্ধ ব্যবসায়ী বিমল সাঁতরাকে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে, শুক্রবার রাতে কলকাতায় রেফার করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে গুলি বের করেন চিকিত্সকরা। আপাতত বিমল সাঁতরার অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত শরু হয়েছে।