Bardhaman: শতাব্দীপ্রাচীন চ্যাটার্জী বাড়ির দুর্গামন্দিরে ভয়ংকর ঘটনা! চাঞ্চল্য গোটা এলাকায়...
Bardhaman: বর্ধমানের কেতুগ্রামের পাচুন্দিতে চ্যাটার্জিবাড়ির দুর্গামন্দিরে তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না চুরি গেল। সিসিটিভি ফুটেজে দেখে তাজ্জব সকলে!
সন্দীপ ঘোষচৌধুরী: দুর্গাপুজোর শেষ দিনে ছন্দপতন, দুর্গামন্দিরে ঘটল দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কেতুগ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। গত কয়েকদিন ধরেই উৎসবমুখরিত হয়ে রয়েছে আপামর বাঙালিসমাজ। কিন্তু এরই মধ্যে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের শতাব্দীপ্রাচীন চ্যাটার্জী বাড়ীর দুর্গা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: Horoscope Today: মেষের সাফল্য, মিথুনের প্রাপ্তি, তুলার উন্নতি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...
কী ঘটেছিল?
জানা গিয়েছে, আজ ভোরবেলায় পরিবারের সদস্য অরূপ চ্যাটার্জি চুরির বিষয়টি প্রথম লক্ষ্য করেন। তারপর বিষয়টি জানাজানি হতেই মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হয়। সেখানে দেখা যায় গতকাল, শুক্রবার রাত্রি ১ টা নাগাদ মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে প্রবেশ করে। পরে সে দেবী প্রতিমার গায়ের সমস্ত অলঙ্কার খুলে নেয়।
পরিবারের তরফ থেকে দাবি করা হয়, সমস্ত দেবদেবীর প্রতিমার গায়ের গয়নাই চুরি হয়ে গিয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৭০ থেকে ৮০ লক্ষ টাকা! এই বিষয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিস। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নেমে পড়ে কেতুগ্রাম থানার পুলিস।
ওদিকে, বাংলাদেশের এক পুজোমণ্ডপেও গোলমাল। ঢাকার তাঁতিবাজার পুজোমণ্ডপে ছিনতাই! বাংলাদেশের রাজধানী ঢাকার তাঁতিবাজারের এক পূজামণ্ডপ-এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পেট্রোলবোমাসদৃশ একটি বোতল ছোড়ে। তবে সেটি ফাটেনি। সেটিকে অবিস্ফোরিত অবস্থাতেই উদ্ধার করতে সক্ষম হয় পুলিস। পুলিস বলছে, পেট্রলবোমা সদৃশ বোতলটি বিস্ফোরণ না ঘটালেও ছিনতাইকারীদের দ্বারা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাতে বেশ কজন আহত হয়েছেন। ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আকাশ, হৃদয় ও জীবন নামে তিনজনকে আটক করেছে ঢাকার কোতয়ালি থানার পুলিস। তিনজনেই তরুণ-- দুজনের বয়স ২৩, অন্যজন এখনও ২০ পেরোয়নি। ঢাকার কোতয়ালি থানার ওসি এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার তাঁতিবাজার পূজামণ্ডপের পিছনে তিনজন ছিনতাইকারী এক মহিলার সোনার হার ছিনতাই করতে উদ্যত হয়েছিলেন। আশপাশের লোকজন সেই সময়ে তাদের ধরে ফেলার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁদের ৪ জনকে ছুরিকাঘাত করে।