নিজস্ব প্রতিবেদন: বন্ধ ঘর থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দমদম থানা এলাকায়। সোমবার রাতে বেদিয়া পাড়ার আর এন ঠাকুর রোডের একটি বাড়িতে পাওয়া যায় বছর পঁয়তাল্লিশের সোমনাথ সরকারের দেহ। ওই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। গৃহকর্তা জানিয়েছেন, প্রায় ৮ থেকে ৯ মাস আগে ৮০৫ নম্বর বাড়ির একতলায় ভাড়া থাকতে শুরু করেন সোমনাথ সরকার। প্রতিদিন সকাল সাতটা নাগাদ স্নান করে বেরিয়ে যেতেন। ফিরতেন রাতে। তবে গত ৪-৫ দিন ধরে তাঁকে বেরতে দেখা যায়নি বলেই দাবি গৃহকর্তার। সন্ধে নাগাদ ঘর থেকে পচা গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিসকে ফোন করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : খাল কাটাকে কেন্দ্র করে উত্তপ্ত ক্যানিং, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ


খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমদম থানার পুলিস। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় জালানা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে পুলিস। দেহটি মাটিতে পড়ে ছিল। শরীরের বেশ কয়েকটি জায়গায় রক্তের দাগ। দেহে পচন ধরেছিল। তদন্তে নেমে পুলিস আরও জানতে পারে যে বছর ১২ আগে 30A বাস স্ট্যান্ড লাগোয়া মণ্ডল পাড়ার কাছে পরিবারের সঙ্গে থাকতেন সোমনাথ বাবু। বাবা-মায়ের মৃত্যুর পর সেই ফ্ল্যাট বিক্রি করে দিয়ে কয়েক বছর এদিক সেদিক কাটিয়ে, বেদিয়া পাড়ায় আসেন। অসুস্থতার কারণে মৃত্যু নাকি অন্য কোনও কারণে, তা খতিয়ে দেখছে পুলিস।


আরও পড়ুন : সরকারি বাংলোতে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজিয়ে চলল ডিজে!