খাল কাটাকে কেন্দ্র করে উত্তপ্ত ক্যানিং, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

ফের উত্তপ্ত ক্যানিং। এবার খাল কাটাকে কেন্দ্র করে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বৈদ্যপাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ১ প্রৌঢ়া সহ জখম অন্তত পাঁচজন। তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যানিং থানায় দীপক ঘোষ, বিপ্লব ঘোষ সহ আরও কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের।

Updated By: Mar 5, 2018, 08:41 AM IST
খাল কাটাকে কেন্দ্র করে উত্তপ্ত ক্যানিং, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত ক্যানিং। এবার খাল কাটাকে কেন্দ্র করে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বৈদ্যপাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ১ প্রৌঢ়া সহ জখম অন্তত পাঁচজন। তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যানিং থানায় দীপক ঘোষ, বিপ্লব ঘোষ সহ আরও কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের।

আরও পড়ুন : দুর্ঘটনার পরই দাউ দাউ করে জ্বলে উঠল বাইক, মৃত্যু ৩ আরোহীর

বেশ কিছুদিন ধরে গোপালপুর পঞ্চায়েত এলাকায় খাল কাটার কাজ চলছে। তবে যেভাবেখাল কাটার কথা ছিল, সেভাবে হচ্ছিল ন বলেই অভিযোগ। এছাড়া খালের পচা কাদা ফেলা হচ্ছিল সন্ন্যাসী ও সাধন বৈদ্য নামে দুই ভাইয়ের জমিতে। তাঁরা প্রতিবাদ করায় স্থানীয় ঘোষ পাড়ার বাসিন্দা কঙ্কন নস্করের অনুগামীরা দুই ভাইকে মারধর করে বলে অভিযোগ। সন্ন্যাসী ও সাধনকে বাঁচাতে গিয়ে জখম হন তাঁদের মা। স্থানীয়রা দুপক্ষের বিবাদ মেটালেও, এলাকায় উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন : চলন্ত ট্রেনে হামলা, ছুরির কোপে মারাত্মক জখম ‌যাত্রী

.