নিজস্ব প্রতিবেদন:  পৌরসভার তরফে এত প্রচার চালানো হয়েছে। বিভিন্ন দোকানে চলেছে অভিযান। কিন্তু পৌরসভার নীচের দোকানেই মিলল মেয়াদ উত্তীর্ণ মুরগীর মাংসের প্যাকেট। এ যেন পুলিসের ঘরেই লুকিয়ে রয়েছে চোর। ঘটনাটি ঘটেছে বর্ধমানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: খেতে বসে কথাটা কানে এসেছিল, ছাদনাতলায় গিয়ে নিমন্ত্রিত চেঁচিয়ে বললেন, ‘এই বিয়ে হতে পারে না’...


ভাগাড় কাণ্ডের পরও টনক নড়ে নি। এবার খোদ বর্ধমান পৌরসভার নিচে মার্কেটে মিলল মেয়াদ উর্ত্তীণ মুরগীর প্যাকেটজাত মাংস। বর্ধমান শহরের বাসিন্দা দেবব্রত চৌধুরী সোমবার পৌরসভার নীচে একটি বেসরকারি দোকান থেকে প্যাকেটজাত মাংস কেনেন। তিনি লক্ষ্য করেন, প্যাকেটের গায়ে কোন তৈরি বা মেয়াদ উর্ত্তীণে তারিখ লেখা নেই।


আরও পড়ুন: জলে নয়, বালি খুঁড়লেই মিলছে রুই মাছ! ওজন আবার ৫০০ গ্রাম...


তিনি দোকানের কর্মীদের এই বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বিষয়টি এড়িয়ে যায়। এরপর তিনি যান বর্ধমান থানায়। প্রথমে পুলিশও বিষয়টি গুরুত্ব দেয় নি বলে অভিযোগ। থানা খাদ্য দফতরে যেতে বলে। পরে বর্ধমান থানার পুলিশ গিয়ে ওই দোকানে অভিযান চালায়। প্রচুর মেয়াদ উর্ত্তীণ মাংসের প্যাকেট উদ্ধার হয়। দোকানের তিন কর্মীকে আটক করেছে পুলিস। দোকানটিও বন্ধ করে দেওয়া হয়েছে।