নিজস্ব প্রতিবেদন: শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বাঘ! আতঙ্ক ছড়াল দুর্গাপুর ইস্পাত নগরীতে। সম্প্রতি এনই এক আতঙ্ক ছড়িয়েছিল হুগলির কোন্নগরেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দক্ষিণ কলকাতার বাসিন্দার রক্তে নেই করোনা ভাইরাস, জানিয়ে দিল পুণের NIV


মঙ্গলবার রাতে বেনাচিতি বাজারে দুর্গাপুর ইস্পাত কারখানার সেন্ট্রাল স্টোরে একটি সন্দেহজনক জন্তুকে দেখতে পান সিআইএসএফ জওয়ানরা। দেখেই জন্তুটিকে বাঘ বলে সন্দেহ হয় তাঁদের। খবর দেওয়া হয় বন বিভাগে।


এদিকে বাঘ বের হওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। জড়ো হতে থাকে এলাকার লোকজন। নিরাপত্তার কারণে এলাকাটি ঘেরা থাকে। ফলে সেখানে ঢুকতে পারেনি সাধারণ মানুষ। তারা ভিড় করেন স্টোরের গেটেই।


আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় ঘুরছে গোপন মুহূর্তের ছবি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মালদহের ছাত্রী


বাঘের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বনবিভাগের আধিকারিকরা।  এবার তল্লাশিতে নামেন তাঁরা। বন বিভাগের আধিকারিকদের দাবি তল্লাশিতে কোনও বাঘ তাঁরা দেখতে পাননি। তবে জন্তুটি বাঘ অবশ্যই নয়।  বন দফতরের রেঞ্জ অফিসার দীপক দত্ত বলেন, ভেতরে জঙ্গল থাকায় জন্তুটিকে দেখা যায়নি। তবে পায়ের ছাপ দেখে মনে হচ্ছে বন বিড়াল। এতসবের মধ্যে অবশ্য হতাশ বাঘ দেখতে আসা লোকজন।