বাসুদেব চট্টোপাধ্যায়: অনুব্রতর দেহরক্ষী সায়গলের আরও সম্পত্তির হদিশ। সিউড়ি ও ডোমকলে স্ত্রী ও মায়ের নামে কোটি টাকার আটটি জমি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁয়ত্রিশ লক্ষ। দলিল ও নথি দিয়ে আদালতে জানাল সিবিআই। সায়গল হোসেনের প্রায় ১ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল গরু পাচার কাণ্ডে তদন্তকারী সিবিআই আধিকারিকরা। চার্জশিটে যে সম্পত্তিগুলির উল্লেখ ছিল তার বাইরে আরও ১ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়াতে রীতিমতো বেকায়দায় পরল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, WB Panchayat Election: 'বিরোধীরা বেশিরভাগ বুথে এজেন্ট দিতে পারবে না', হুঁশিয়ারি কাজল শেখের!


সিবিআই আধিকারিকরা শুক্রবার আসানসোল সিবিআই আদালতে এই মর্মে নথি পেশ করল। সিবিআই নথি পেশ করার সময় বিচারককে জানালো, প্রায় ৬০ লাখ টাকা মার্কেট ভ্যালু রয়েছে এরকম ৮টি জমির হদিস তারা পেয়েছে। তার দলিল আদালতে জমা করেছে আধিকারিকরা। এই জমিগুলি সিউড়িতে ও ডোমকল এলাকায় রয়েছে। ব্যাংক একাউন্টেরও হদিস পেয়েছে সিবিআই। যে ব্যাংক গুলিতে প্রায় ৩৫ লক্ষ টাকা গচ্ছিত রয়েছে।


সিবিআই তাদের নথিতে উল্লেখ করেছে গরুপাচার কাণ্ডের নগদ টাকা কলকাতার একটি সেল কোম্পানিতে (বেসরকারি অর্থিক সংস্থা ) জমা করে সেই টাকা তারা সাদা করে নিজেদের একাউন্টে রাখে। এই জমি ও নগদ টাকাগুলি ছিল তার মা লতিফা খাতুন ও তার স্ত্রী সমৈয়া খন্দকারের নামে।


প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের সায়গল হুসেন জামিনের আবেদন করেছে। যার শুনানি রয়েছে ৬ জুলাই। চার্জশিটে যা ছিল তার পরে নতুন করে আরও ১ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়াতে জামিন পেতে রীতিমতো বেগ পেতে হবে সায়গল হুসেনকে বলে আইনজীবীদের একাংশ মনে করছে।



আরও পড়ুন, বহু বাড়ি, বড় বড় গাছ অবলীলায় ভাসিয়ে নিয়ে চলেছে তিস্তা! ভাঙনের তীরে ঘর বেঁধে ঘুম উড়েছে টোটোদের...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)