প্রসেনজিত্‍ সরদার: শওকত মোল্লা বনাম আরাবুল ইসলাম তরজায় সরগরম ভাঙর। এবার তা নাটকীয় মোড় নিল। ক্য়ানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবার আইনি নোটিস পাঠালেন আরাবুল ইসলামকে। শওকতের দাবি, আবাবুলের বেলাগাম মন্তব্যে সম্মানহানি হয়েছে তাঁর। সবমিলিয়ে গৃহযুদ্ধ তৃণমূলের ঘরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দু'গোলে পিছিয়েও বিরাট জয় লাল-হলুদের, প্রত্যাবর্তনের মশালে পুড়ে ছারখার পঞ্জাব...


কী নিয়ে এই মামলা মোকদ্দমা? গোটা বিষয়টি আইনি লড়াই পর্য়ন্ত গড়িয়েছে আরাবুল ইসলামের কিছু মন্তব্যকে ঘিরে। এমনটাই দাবি শওকতের। তাঁর দাবি, সম্প্রতি আরাবুল দাবি করেন, শওকত মোল্লা নিজে কনট্রাকটর, তার ছেলে-বউ ঠিকেদার। গোটা পরিবারটাই ঠিকেদারের পরিবার। প্রচুর টাকা কামান। গোটাটাই হজম করেন শওকত মোল্লা। এর পাশাপাশি, ভাঙড়ে ছাতা-কম্বল-শীতবস্ত্র দেওয়ার নাম করে তোলাবাজি করেছেন।


আরাবুলের ওই মন্তব্যের পরই তাকে আইনি নোটিস পাঠিয়েছেন শওকত মোল্লা। এনিয়ে শওকত মোল্লা বলেন, আরাবুলকে আইনি নোটিস পাঠিয়েছি। আইনি পথে যা বলার বলব। এখানেই থেমে থাকেননি শওকত মোল্লা। আরাবুলকে তিনি পাগল ছাগল বলেও কটাক্ষ করেন। আইনি পথেই আরাবুলকে জবাব দেব। জেলখাটা কোনও হরিদাস পালের কাছে রাজনীতি শিখব না।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)