নিজস্ব প্রতিবেদন: ক্লাস ফাইভের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তুলাকাম আসানসোলের জামুরিয়া। ছাত্রীর পরিবারের অভিযোগ ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে ওই শিশুকে। জামুরিয়ার বোগরাচটি নমো ধাওয়ার ঝোপ থেকে উদ্ধার হল ওই ছাত্রীর দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Exclusive: হাঁফাচ্ছেন নবীনরা, কমরেডদের উজ্জীবিত করতে মাঠে পক্ককেশী বিমান বসু    


শিশুটির গলায় ফাঁসের দাগ রয়েছে বলে অভিযোগ। ফলে পরিবার ও স্থানীয়দের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে শিশুটিকে। পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধেয় বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরে তার দেহ পাওয়া যায় বাড়ির পাশের একটি ঝোপে।


স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এলাকায় মদের ঠেক বসায় এলাকার দুষ্কৃতীরা। প্রশাসনকে বলেও কোনও কাজ হয়নি। এদিন ছাত্রীর দেহ তুলতে গেল পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়। কোনও ক্রমে দেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিস।


আরও পড়ুন-হলফনামার গেরো এড়াতে ২২ ডিসেম্বর তারাপীঠে রথযাত্রার সূচনা করতে চলেছে বিজেপি


ছাত্রীর বাড়ির লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিস। মেন করা হচ্ছে ওই ঘটনার সঙ্গে জড়িত এলাকার কিছু যুবক। তাদের সন্ধানে পুলিস ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাসি শুরু করেছে।