নিজস্ব প্রতিবেদন:  সোমবারের অশান্তির পর মঙ্গলবারও থমথমে রানিগঞ্জ। জারি রয়েছে ১৪৪ ধারা। অশান্তি না ছড়াতে মাইকে প্রচার করছে পুলিস। গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ইট ভেবে ধরতে গিয়ে উড়ে গেল পুলিসকর্তার হাত, রামনবমীর মিছিল ঘিরে ভয়ঙ্করকাণ্ড রানিগঞ্জে


প্রসঙ্গত, রামনবমীর মিছিল ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল আসানসোলের রানিগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর জখম পুলিস আধিকারিক। বোমার আঘাতে কার্যত ডান হাত উড়ে যায় ডিসি হেড কোয়ার্টার অরিন্দম দত্ত চৌধুরীর। ভাঙচুর চলে একাধিক বাড়িতে। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক দোকান।



আরও পড়ুন: মহা বিপদে লকেট চট্টোপাধ্যায়!


সোমবার সন্ধ্যার আগেই পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে অশান্তি না ছড়ালেও মঙ্গলবার সকাল থেকে থমথমে এলাকা। অনেক দোকানপাট বন্ধ। রাস্তাঘাটও শুনশান। এলাকায় রয়েছে পুলিস পিকেট।