লকেটের বিরুদ্ধে এফআইআর দায়ের

রবিবার রামপুরহাটে ত্রিশূল নিয়ে মিছিল বিজেপি নেত্রীর। মিছিলে বহিরাগতরাও ছিলেন, অভিযোগ পুলিসের। 

Updated By: Mar 26, 2018, 04:34 PM IST
লকেটের বিরুদ্ধে এফআইআর দায়ের

নিজস্ব প্রতিবেদন:  রামনবমীতে খোলা অস্ত্র নিয়ে মিছিলের জেরে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করল বীরভূম জেলা পুলিসের।

আরও পড়ুন, সল্টলেকে রামনবমীর মিছিল আটকাল পুলিস, উত্তেজনা

রবিবার রামপুরহাটে ত্রিশূল নিয়ে মিছিল করেন বিজেপি নেত্রী।  রামপুরহাটে পৌঁছে তিনি একটি ট্যুইট করেন। তাতে বলেন, ''আমি এখন রামপুরহাটে। রামনবমী পালন করতে এসেছি।'' প্রশাসনকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়েই মিছিল করেন তিনি।  তিনি  বহিরাগতদের নিয়ে মিছিল করেন বলে দাবি পুলিসের। অস্ত্র নিয়ে মিছিল করার ক্ষেত্রে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেই ত্রিশূল হাতে মিছিল করেন লকেট চট্টোপাধ্যায়।

তিনি ট্যুইটে আরও লেখেন, ''রামনবমীর মিছিল টিএমসির শান্তিবাহিনী ও জেলা পুলিস অরগানাইজিং কমিটিকে হেনস্থা করছে।''

ছবিতে আরও দেখুন, সম্প্রীতির রামনবমী

অন্যদিকে, খড়্গপুরে তলোয়ার হাত মিছিল করেছিলেন স্থানীয় বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, "রামনবমীতে অস্ত্রমিছিল হবেই। কেউ বাধা দিতে এলে লঙ্কাকাণ্ড বেঁধে যাবে।" দিলীপ ঘোষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় পুলিস, সেটাই দেখার।

লকেটের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন. 'রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে।' 

.