নিজস্ব প্রতিবেদন: ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর সামনে 'জয় শ্রী রাম' বলায় আটক ৭। তাঁদের মধ্যে মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিস। 
ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




 নৈহাটির পর জগদ্দল। 'জয় শ্রী রাম' শুনে গাড়ি থেকে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় যুবকদের 'জয় শ্রী রাম' ধ্বনি শুনে রাস্তায় নেমে রীতিমতো পাইচারি করতে করতে পুলিসকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।   


আয়, আয় শালা ক্রিমিনাল, নৈহাটির পর ভাটপাড়ায় 'জয় শ্রী রাম' শুনে তেড়ে গেলেন মমতা
বৃহস্পতিবার ভাটপাড়ায় মমতার কনভয়ের সামনে ওঠে 'জয় শ্রী রাম' ধ্বনি। গাড়ি নেমে রাস্তায় পাইচারি করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''সব বন্ধ করে দেব। এত বড় সাহস। আমাদের খাবে, আমাদের পড়বে। গুন্ডামি মস্তানি হবে না। বেঁচে আছো আমাদের জন্য। চামড়া গুটিয়ে ছেড়ে দেবে। নাম নিয়েও নাও নাকা চেকিং হবে। তুমি তোমার মতো স্লোগান দাও। এত বড় সাহস। বাংলাকে গুজরাট বানাতে দেব না। বাংলা বাংলা থাকবে। বন্ধ করে দিলে বুঝে যাবে সব''। 
এরপরই তত্পর হয়ে ওঠে প্রশাসন। 'জয় শ্রী রাম' বলায় ৭জন স্থানীয় যুবককে আটক করেছে পুলিস।