নিজস্ব প্রতিবেদন: রাতে ঘোরাঘুরি করতে গিয়ে পরিত্যক্ত কুয়োয় পড়ে গেল হাতি। জলপাইগুড়ির বাগরাকোট এলাকার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পুজো মিটলেই ভাটপাড়া পুরসভা পুনর্দখল, জানিয়ে দিলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক  


শুক্রবার রাতে তারঘেরা জঙ্গল থেকে বাগ্রাকোট চা বাগানে ঢুকে পড়ে হাতির একটি দল। চা বাগানের বাসা লাইন এলাকায় ঘুরে বেড়ানোর সময় দলের একটি স্ত্রী হাতি একটি পরিত্যক্ত কুয়োর মধ্য পড়ে যায়। হাতিটির আনুমানিক বয়স ৭ বছর।


হাতিটি কুয়োয় পড়ে যাওয়ার পর দলের অন্যান্য হাতিরা পালিয়ে যায় লিসরাভার চা বাগানের দিকে। সকালে হাতিটি মানুষের চোখে পড়ায় খবর যায় বন দফতরে। ঘটনাস্থলে চলে আসে তারঘেরা, মালবাজার, চেল রেঞ্জের বনকর্মীরা।



আরও পড়ুন-হরিয়ানার বিজেপি-জেজেপি সরকার, দুষ্মন্তকে বাড়িতে ডেকে 'ডিল' চূড়ান্ত করলেন অমিত 


অন্যদিকে, বন দফতরের কর্মীরা এলেও হাতিটি তুলতে বেগ পেতে হচ্ছে তাঁদের। কারণ হাতিটিকে দেখতে ভিড় করেছেন বহু উত্সাহী মানুষজন। পাশাপাশি ২০ ফুট কুয়োয় পড়ে যাওয়ায় আহত হয়েছে হাতিটি। কুয়ো থেকে তোলার পর সেটি দৌড় লাগালে বিপদে পড়তে পারেন এলাকার বাসিন্দারা। দুয়ে মিলিয়ে এখনও আটকে রয়েছে উদ্ধারের কাজ। হাতিটিকে সংজ্ঞাহীন করে কুয়ো থেকে তোলার কথা ভাবছেন বনকর্মীরা।