পুজো মিটলেই ভাটপাড়া পুরসভা পুনর্দখল, জানিয়ে দিলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক

কাউন্সিলরদের ফিরিয়ে নেওয়া হলেও বিধায়কদের ফেরানো হবে না বলে সাফ জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Oct 25, 2019, 11:56 PM IST
পুজো মিটলেই ভাটপাড়া পুরসভা পুনর্দখল, জানিয়ে দিলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক

মৌমিতা চক্রবর্তী: ভাটপাড়া পুরসভা বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘোষণা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, ৮ নভেম্বরের পরই পুরসভায় অনাস্থা আনবে তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ''ভাটপাড়া পুরসভা বিজেপি দখলের পর ৮ নভেম্বর ছয় মাস অতিক্রম হচ্ছে। আমরা তারপরই অনাস্থা আনব। ভাটপাড়া ফেরত নেব।'''

কাউন্সিলরদের ফিরিয়ে নেওয়া হলেও বিধায়কদের ফেরানো হবে না বলে সাফ জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তাঁর কথায়,''বিজেপি ভয় দেখিয়ে আটকে রেখেছিল। আমরা কাউকে ভয় দেখিয়ে দীঘা, দিল্লিতে লুকিয়ে রাখিনি।''

লোকসভা ভোটে বারাকপুরে তৃণমূল প্রার্থীকে হারান বিজেপির অর্জুন সিং। তারপরই উত্তর ২৪ পরগনার নৈহাটি, কাঁচরাপাড়া ও ভাটপাড়ার মতো পুরসভার কাউন্সিলরদের দলে টানে বিজেপি। এখনও পর্যন্ত বাকি পুরসভাগুলি হাতছাড়া হলেও ভাটপাড়া টিকিয়ে রাখতে সমর্থ হয়েছেন অর্জুন সিং। সবঅর্থেই ভাটপাড়া পুরসভা হয়ে উঠেছে দুই দলের 'প্রেস্টিজের লড়াই'। তৃণমূল সূত্রের খবর, কালীপুজোর পরই ভাটপাড়ার বেশ কয়েকজন কাউন্সিলর দলে ফিরে আসবেন। সংখ্যাটা এখনও স্পষ্ট নয়। তবে ছেড়ে দেওয়ার পাত্র নন অর্জুন সিংও। তিনিও হুঙ্কার দিয়ে রেখেছেন, ভাটপাড়ায় তৃণমূল দাদাগিরি করতে পারবে না। কাউন্সিলররা তাঁর সঙ্গেই আছেন। 

আরও পড়ুন- সৌরভের লন্ডনের ফ্ল্যাটের চাবি কার কাছে থাকবে জানেন? জানালেন বোর্ড প্রেসিডেন্ট

.