নিজস্ব প্রতিবেদন: দেশ ব্যাপী জাঠা চলছে। আগামী শনিবার আবার ভারতের ছাত্র ফেডারশনের পশ্চিমবঙ্গ কমিটির ডাকে কলকাতার কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ। চূড়ান্ত প্রস্তুতি সারছে জেলার ছাত্র নেতারা। সহযোগিতা করছে পার্টিও (সিপিএম)। এরই মধ্যে সর্বভারতীয় ছাত্র নেতার ফেসবুক লাইভে দেখা গেল পথ সুরক্ষার দফা রফা করছে এসএফআই-এর দামাল ছেলেরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উত্তর ২৪ পরগনার বারাসত থেকে প্রাক্তন এসএফআই নেতা নেপালদেব যে জাঠাকে শ্বেত পতাকা উড়িয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় দিলেন, সেই জাঠা এগোত না এগোতেই পথ সুরক্ষা নিয়মের হেস্তনেস্ত করে দিল। মোটরবাইক, স্কুটি-তে চেপে এগিয়ে যাচ্ছে ছাত্ররা। পিছনে বড় বাস। সবার হাতে পতাকা। মুখে বিপ্লবের স্লোগান। মিছিল ছুটছে। দু চাকার বাহনও গতি বাড়িয়ে চলছে। তবে কোনও সুরক্ষা ছাড়াই! হাতে গোনা  কয়েকজন ছাড়া সবার মাথাই নগ্ন। হেলমেট নেই সর্বভারতীয় নেতার মাথায়ও। এখন প্রশ্ন যেখানে নিয়ম মেনে নিয়ম ভাঙার কথা বলে এই বাম ছাত্র সংগঠন সেখানে কীভাবে এতটা অসাবধানী  তাঁরা। রাস্তায় কোনও নিয়মের তোয়াক্কাই করছে না। যেখানে কেন্দ্র ও রাজ্য সরকার বারবার পথ সুরক্ষায় জোর দিচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে সচেতনতা বাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে সেখানে প্রগতিশীল ছাত্র সংগঠনের এমন মানসিকতা অনেকের মনেই বিরক্তি ও শঙ্কা তৈরি করেছে।



উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর একই সঙ্গে মহামিছিল ও সমাবেশের ডাক দিয়েছে রাজ্য এসএফআই। কলেজ স্ট্রিটে বেলা ১২টায় ছাত্র সমাবেশ করার কথা রয়েছে এসএফআই-এর । রাজ্যনেতা সৃজন ভট্টাচার্য ও প্রতীক উর রহমানদের উপরই এর প্রধান দায়িত্ব। ওই সমাবেশে বক্তব্য রাখবেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক বিক্রম সিং। প্রধান বক্তা হিসেবে থাকবেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসুও।


  


জাত-ধর্মের হিংসা থামিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, শিক্ষার অধিকার রক্ষা এবং পড়াশোনার খরচ কমানো – ইত্যাদি দাবি নিয়েই ছাত্র সমাবেশ করার কথা রয়েছে ভারতের ছাত্র ফেডারেশেনর।