Andal Shootout: নিশানায় পঞ্চায়েত দফতরের আধিকারিক, অন্ডালে শ্যুটআউট!
বুকে গুলি লেগেছে। আক্রান্ত ব্যক্তি ভর্তি হাসপাতালে। হামলার কারণ স্পষ্ট নয়। এলাকায় তীব্র চাঞ্চল্য।
চিত্তরঞ্জন দাস: নিশানায় পঞ্চায়েত দফতরের আধিকারিক। ভরসন্ধেয় চলল গুলি! আক্রান্ত ব্যক্তি ভর্তি হাসপাতালে। হামলার কারণ স্পষ্ট নয় এখনও। চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের অন্ডালে।
আরও পড়ুন: Jalpaiguri: ছেলেধরা আতঙ্কে দেওয়া হল নেটিস, জেলার সব স্কুলে বিশেষ নির্দেশিকা ডিআই-এর
স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম বুদ্ধদেব সরকার। বাড়ি, অন্ডালেই। রানীগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্য়াসিস্ট্যান্ট পদে কর্মরত তিনি। তখন সন্ধে নেমেছে। অভিযোগ, অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ে পঞ্চায়েত দফতরের ওই আধিকারিককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে বুকে। তারপর? হামলাকারী ততক্ষণে চম্পট দিয়েছে। গুরুতর আহত অবস্থায় বুদ্ধদেবকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসা চলছে। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এদিকে সক্রিয়ভাবে রাজনীতি না করলেও, বুদ্ধদেব এলাকার সিপিএম সমর্থক হিসেবেই পরিচিত বলে খবর। পশ্চিম বর্ধমান জেলার সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী বলেন, 'ও গাড়িতে চেপে সিঁধুলি এলাকার দিকে কোনও একটা জায়গা যাচ্ছিল। ও ছিল গাড়ির ভিতরে, গাড়ির উপরে গুলি চলে। ড্রাইভার ভয়ে অন্য দিক দিয়ে দরজা খোলে নামার চেষ্টা করে। তখন গাড়ি ভিতরে আবার গুলি করে'। তাঁর দাবি, 'পশ্চিম বাংলায় তো ফ্রি মুভমেন্ট। অনেক লোকের ক্ষেত্রেই যা হচ্ছে। অহরহ বিভিন্ন জায়গায় তো গুলি চলছে। এমন জেলা নেই, যেখানে গুলি চলছে না'।
আরও পড়ুন: Snake: সিলিংয়ে আটকে ১৫ ফুটের কিং কোবরা, ঘুম ছুটল পরিবারের