নিজস্ব প্রতিবেদন: শনিবার সাতসকালেই স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ব্যান্ডেল জিআরপি এবং স্থানীয় লোকেরা তাঁকে চুঁচড়া হাসপাতালে ভর্তি করা হলে ঘণ্টাঘানেকের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় অভিযোগের তীর গিয়েছে বিজেপির দিকেই। সন্দেহ করা হচ্ছে লালা পাসওয়ানের ভাই বিজু পাসওয়ানই এই ঘটনা ঘটিয়েছে। জানা যাচ্ছে, দুষ্কৃতীদের নিশানায় ছিলেন দিলীপ বাবু। সুযোগ বুঝে আজ ভীড় স্টেশনে গুলি করা হয় তাঁরে। এরপরই ভীড়ের মধ্যে মিশে যায় আততায়ীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ব্যান্ডেল স্টেশনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা


ঠিক কী ঘটেছিল? এদিন সকালে ব্যান্ডেল স্টেশনের ৫নং প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন দিলীপ রাম। সেই সময়েই কয়েকজন এসে আচমকা দিলীপ রামকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল নেতার মাথার পিছনে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। 



তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছেন। তাঁদের দাবি, এ ঘটনায় হাত রয়েছে বিজেপির।