নিজস্ব প্রতিবেদন: ভুয়ো করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ৮ জুন শিলিগুড়িতে গ্রেফতার করা হয় বিশাল দত্ত নামে এক যুবককে। বাড়ি বাড়ি ঘুরে সোয়াব নিয়ে করোনা রিপোর্ট দিত সে। কিন্তু সেই রিপোর্ট তৈরি করা হতো সাইবার ক্যাফেতে বসে। এবার সেরকমই আরও এক যুবকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উঠে যাচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জ; সরছে টি বোর্ড-ডিভিসির অফিস! কেন্দ্রকে চিঠি অমিত মিত্র-র  


নামী ল্যাব থেকে করোনা রিপোর্ট করিয়ে এনে দেওয়ার নাম করে দেওয়া হচ্ছে ভুয়ো রিপোর্ট। এরকম এক অভিযোগে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির(Siliguri) শিবমন্দির থেকে ইন্দ্রজিত্ কুমার নামে এক যুবককে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিস। জানা গিয়েছে, শিলিগুড়ি ঘোগোমালি চয়নপাড়া মেইন রোডে একটি ওষুধের দোকান ও ডায়াগনোস্টিক সেন্টার ছিল ইন্দ্রজিতের। গত একমাস তা বন্ধ। 


পুলিস সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি ল্যাবের প্রচুর কাগজ উদ্ধার করা হয়েছে। করোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে সোয়াব সংগ্রহ করতো ইন্দ্রজিত্। তারপর সেগুলি থেকে নামী ল্যাবের নামে ভুয়ো রিপোর্ট তৈরি করত। শুক্রবার ইন্দ্রজিত্কে আদালতে তুলে ৫ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।


আরও পড়ুন-Sisir ও Sunil-র অবস্থান জানতে পাঠানো হচ্ছে নোটিস, জানালেন লোকসভার অধ্যক্ষ


সম্প্রতি অবৈধ ল্যাবগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারের সঙ্গেও আলোচনা করেছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ(North Bengal Medical College) ও হাসপাতালের চিকিৎসকেরা। তারা হুঁশিয়ারি দিয়েছিলেন, এভাবে ভুয়ো রিপোর্টের জেরে আখেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। ওই বৈঠকের পরই অভিযানে নামে পুলিস।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)