নিজস্ব প্রতিবেদন: নিয়োগের দাবিতে এবার কলেজ স্ট্রিটে অনশনে বসলেন ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা SLST পরীক্ষায় পাশ করা ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। গতকাল রাত থেকেই ধরনায় বসেছেন তাঁরা। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারিও এই চাকরি প্রার্থীরা একাধিক দাবি দাওয়া নিয়ে কলকাতা প্রেস ক্লাবের সামনে টানা উনত্রিশ দিন অনশন করেন। তাঁদের মূল দাবি ছিল, যোগ্য প্রার্থীদের নিয়োগ, ওয়ান ইজ টু ফোর অনুপাত মেনে নিয়োগ, প্যানেলে স্বচ্ছতা ফেরানো, এসএমএসের মাধ্যমে নিয়োগের বিরোধিতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ফের স্বাস্থ্যসাথী কার্ড ফেরাল বেসরকারি হাসপাতাল, যন্ত্রণা নিয়েই ফিরলেন রোগী


টানা অনশন চলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশন স্থলে পৌঁছে আন্দোলনকারীদের দ্রুত নিয়োগের  প্রতিশ্রুতি দেন। ফলে তখনকার মতো অনশন তুলে নিয়েছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু তাঁদের অভিযোগ, দাবি পূরণ হয়নি। তাই আবারও অনশনে বসার সিদ্ধান্ত। সল্টলেকের পাশাপাশি গতকাল দুপুর এগারোটা থেকে কলেজ স্ট্রিটে অনশন শুরু করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন-আন্দোলন চলবে, হুঁশিয়ারি আন্দোলনকারীদের।