নিজস্ব প্রতিবেদন : চলন্ত ট্রেনে ছিনতাইবাজের খপ্পরে পড়লেন এক যাত্রী। তাঁর কাছ মোবাইল, টাকা কেড়ে নেওয়ার পর তাঁকে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় ফের রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা লক্ষ্ণণ রায়। শুক্রবার সকালে হাটেবাজারে এক্সপ্রেস করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি। সেইসময়ই মালদা স্টেশনে ট্রেনটি ঢোকার মুখে ঘটনাটি ঘটে। অভিযোগ, লক্ষ্মণ রায়ের কাছ থেকে মোবাইল, টাকা দাবি করে দুষ্কৃতীরা। তিনি তা দিতে অস্বীকার করলেই তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ও টাকা। এরপরই তাঁকে দুষ্কৃতীরা ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।


আরও পড়ুন, বেআইনি মদ বিক্রি রুখতে অভিযান জলপাইগুড়িতে, ধৃত ৩২


এদিকে এই ঘটনার পরেও রেল পুলিসের তরফে কোনও যথাযথ সাহায্য মেলেনি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালদা স্টেশন চত্বরে বার বারই ট্রেনযাত্রীদের উপর এধরনের দুষ্কৃতী হামলার ঘটনা ঘটছে। কিন্তু তারপরেও নির্বিকার রেল প্রশাসন।